• সমগ্র বাংলা

কালীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : দক্ষতা অর্জনের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং রেমিট্যান্সের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয়ে গাজীপুরের কালীগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ ও জাতীয় প্রবাসী দিবস।

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। 

সভাপতির বক্তব্যে জাকিয়া সরওয়ার লিমা বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গেলে প্রবাসীরা যেমন নিজেদের জীবনমান উন্নত করতে পারবেন, তেমনি দেশও উপকৃত হবে রেমিট্যান্সের মাধ্যমে।”

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, প্রবাসী পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা আফরোজ বেগম, কর্মজীবী নারীর ফিল্ড অফিসার মমিনুর রহমান প্রমুখ।

বক্তারা প্রবাসীদের অধিকার সুরক্ষা, বৈধ পথে বিদেশ গমন এবং দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য (০)





image

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনলেন বিএনপি নেতা শুভ ...

জামালপুর প্রতিনিধি : নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকে ঘিরে এরইমধ্যে সারা...

image

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যা...

image

ফরিদপুরে কলাবাগান থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ...

image

মাগুরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিব...

image

গোপালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় টাঙ্গাইল গোপালপুরে নানা আয়োজ...

  • company_logo