• সমগ্র বাংলা

তৃতীয় লিঙ্গের রানী আবারও ভোটের মাঠে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো : ত্রয়োব্দশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আবারও ভোটের মাঠে নেমেছেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানী।

গতবুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে তিনি রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।এ সময় তার সঙ্গে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।বৃহস্পতিবার(১৮ডিসেম্বর)দুপুরে এ তথ্য জানান রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস।

আনোয়ারা ইসলাম রানী রংপুরের ‘ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থা’র সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সামাজিক স্বীকৃতি প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। সংগঠনের ব্যানারে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে ইতোমধ্যে তিনি স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের আনোয়ারা ইসলাম রানী বলেন,“জনগণের ভালোবাসা ও উৎসাহ থেকেই আমি আজ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কোনো ক্ষমতার জোরে কিংবা কোনো দলের ছায়ায় নয়-শুধু মানুষের ভালোবাসা, বিশ্বাস ও ন্যায়ের শক্তিকে সঙ্গী করেই আমি নির্বাচনে এসেছি।”

তিনি আরও বলেন, “আমি সুবিধাভোগী হতে আসিনি। মানুষের হয়ে কথা বলার জন্য, অবহেলিত মানুষের কণ্ঠস্বর হতে চাই। সমাজের প্রান্তিক মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংসদে দাঁড়ানোর স্বপ্ন নিয়েই আমার এই পথচলা।”

নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে রানী বলেন, “আমার কোনো সংসার নেই,কোনো পিছুটান নেই। তাই আমার পুরো সময়, শক্তি ও দায়বদ্ধতা আমি রংপুর-৩ আসনের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে উৎসর্গ করতে চাই।” তিনি জানান, সকল প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রান্তিকতা থেকে মুক্ত করাই তার রাজনীতির মূল লক্ষ্য।

তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন, “কর্মহীন যুবক-যুবতীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, যাতে তরুণ প্রজন্ম নিজ দেশেই স্বাবলম্বী হতে পারে। এই নির্বাচন আপনাদের-একটি ভোট ভয়ের রাজনীতির অবসান ঘটাতে পারে এবং মানবিক ও সাহসী পরিবর্তনের সূচনা করতে পারে।”

রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর-৩ আসনে এবারের নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে, রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার মো. মঞ্জুম আলী। অন্যদিকে, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নূরুল আমিনের পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সব মিলিয়ে রংপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের মনোনয়ন তৎপরতা ধীরে ধীরে গতি পাচ্ছে, যার মধ্যে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানীর অংশগ্রহণ নির্বাচনী মাঠে যোগ করেছে ভিন্নমাত্রা ও নতুন আলোচনা।

উল্লেখ্য,এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আনোয়ারা ইসলাম রানী রংপুর বিভাগে প্রথম তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসেবে ইতিহাস গড়েছিলেন। সে নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ হাজার ৩৩৯ ভোট অর্জন করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী বলেন, “রংপুরের ছয়টি আসনে গতকাল বুধবার দুপুর পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেননি। তবে বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ারা ইসলাম রানী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।” তিনি আরও জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর।

মন্তব্য (০)





image

পাবনা-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

পাবনা প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩...

image

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়ায় যুবদলে...

বগুড়া প্রতিনিধি : আগামী ২৫শে ডিসেম্বর বাংলাদেশে আসছেন ব...

image

কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সং...

image

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনলেন বিএনপি নেতা শুভ ...

জামালপুর প্রতিনিধি : নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকে ঘিরে এরইমধ্যে সারা...

image

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যা...

  • company_logo