• সমগ্র বাংলা

মাগুরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ নানা আয়োজনে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মাগুরা প্রাঙ্গণে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি, প্রবাসী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন, মাগুরা এর আয়োজনে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, মাগুরা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মাগুরা এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী সিরাজুদ্দোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করা জরুরি। প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, মাগুরা পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তির উপপরিচালক আবু মো. রেজাউল করিম, প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ মিঠুন সরদার, ইসলামী ব্যাংকের মাগুরা শাখা ব্যাবস্থাপক মোঃ জামিনুর রহমান এবং স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স প্রদানকারী ব্যাক্তিদের ও শ্রেষ্ঠ রেমিট্যান্স আহরণ করা ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকে সম্মাননা প্রদান করা হয়, এছাড়াও প্রবাসীদের মেধাবী সন্তানদের ও প্রতিবন্ধী সন্তানদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সভায় বক্তারা দক্ষতা উন্নয়ন, নিরাপদ বিদেশগমন, বৈধ প্রক্রিয়ায় কর্মসংস্থান এবং প্রবাসীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি প্রবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য (০)





image

পাবনা-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

পাবনা প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩...

image

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়ায় যুবদলে...

বগুড়া প্রতিনিধি : আগামী ২৫শে ডিসেম্বর বাংলাদেশে আসছেন ব...

image

কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সং...

image

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনলেন বিএনপি নেতা শুভ ...

জামালপুর প্রতিনিধি : নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকে ঘিরে এরইমধ্যে সারা...

image

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যা...

  • company_logo