• সমগ্র বাংলা

রাণীনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিবস উপলক্ষ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কমংসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে রাণীনগর প্রশিক্ষণ কেন্দ্র নানা কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির প্রথমেই একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান স্থান পদক্ষিণ শেষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকল কর্মসূচিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শেহাবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, থানা পুলিশের সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে তিনজন রেমিট্যান্স যোদ্ধাকে ব্যাগ উপহার প্রদান করা হয়।

এসময় বিদেশগামী সকলকে নিজ নিজ কাজের উপর দেশেই নিজেকে দক্ষ করে তারপর বিদেশ যাবার জন্য আহ্বান জানানো হয়। নিজেকে দক্ষ করে সঠিক ভাবে বিদেশ যেতে পারলে একজন প্রবাসী যেমন নিজেকে আর্থিক ভাবে স্বাবলম্বী হবেন তেমনি ভাবে সে দেশের জন্য একজন যোগ্য রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারবেন। তাই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিজ নিজ কাজে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে দক্ষ হিসেবে গতে তোলার আহ্বান জানানো হয়।

মন্তব্য (০)





image

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনলেন বিএনপি নেতা শুভ ...

জামালপুর প্রতিনিধি : নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকে ঘিরে এরইমধ্যে সারা...

image

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যা...

image

ফরিদপুরে কলাবাগান থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ...

image

মাগুরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিব...

image

গোপালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় টাঙ্গাইল গোপালপুরে নানা আয়োজ...

  • company_logo