• খেলাধুলা

আগামী জুলাইয়ে বাংলাদেশ সফর করবে পাকিস্তান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের পাকিস্তান সফর শেষের আগেই মিলল নতুন খবর। আগামী জুলাইয়ে তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, এই সিরিজের জন্য ইতোমধ্যে খসড়া সূচি তৈরি করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। ২০, ২২ ও ২৪ জুলাই হতে পারে সিরিজের তিনটি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

বাংলাদেশে যে পাকিস্তান দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে, সেটা ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অন্তর্ভুক্ত নয়। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার সময়ই দুই বোর্ডের মধ্যে বৈঠকের মাধ্যমে এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে জিও সুপার। বাংলাদেশ সফর শেষ করে পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বলে জানা গেছে।

এদিকে পাকিস্তানের সঙ্গে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের। আজ (রোববার) তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সিরিজের প্রথম দুই ম্যাচেই পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দুই টি-টোয়েন্টিতেই সমান ২০১ রানের ইনিংস খেলেছে পাকিস্তান। যেখানে প্রথম ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ হেরেছে ৩৭ রানে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৭ রানে হারে লিটনের দল।

মন্তব্য (০)





image

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

স্পোর্টস ডেস্কঃ কর ফাঁকির অভিযোগে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্ত...

image

এবার লিটনকে বাদ দেওয়ার কারণ জানালেন অধিনায়ক মিরাজ

স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলে এক দশকের বেশি সময় কাটিয়ে দিলেও সাদা বলের ক্রিকেটে এ...

image

ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার&rs...

image

বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই এবার মুখ খুললেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সম্...

image

আজ কী পারবে ইতিহাস গড়তে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্কঃ আজ পাল্লেকেলেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে ...

  • company_logo