
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) অবশেষে ছুঁয়ে দেখল ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন। প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে ইন্টার মিলানকে ফাইনালে উড়িয়ে দিয়েছে তারা, তাও ৫-০ গোলের রাজকীয় ব্যবধানে। এই ঐতিহাসিক জয়ের পর দলটিকে অভিনন্দন জানাচ্ছেন বহু ফুটবলপ্রেমী, সাবেক খেলোয়াড় ও ক্রীড়াজগতের তারকারা। তবে অভিনন্দনের ভিড়েও আলাদা করে নজর কাড়ছে কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের প্রতিক্রিয়া।
এই দুজনের দিকে বছরের পর বছর তাকিয়ে ছিল পিএসজি—চ্যাম্পিয়নস লিগ ট্রফির আশায়। একদিকে নেইমারকে দলে টানতে ব্যয় হয়েছিল রেকর্ড গড়া ২২ কোটি ইউরো, যা এখনও বিশ্বের সবচেয়ে দামি ট্রান্সফার। অন্যদিকে এমবাপ্পেকে দলে রাখার জন্য মাঠে নেমেছিলেন খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট। কিন্তু শেষমেশ, পিএসজির ইউরোপ জয়ের রাতে মাঠে ছিলেন না এ দুই তারকা।
গত মৌসুমেই রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো এমবাপ্পে ইনস্টাগ্রাম স্টোরিতে সাবেক ক্লাবকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘অবশেষে বড় দিনটা এল। বিজয় এসেছে, আর তা পুরো ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায়। অভিনন্দন পিএসজি।’
সাত মৌসুমে পিএসজির হয়ে ছয়টি লিগ আঁ, চারটি ফ্রেঞ্চ কাপ ও দুটি লিগ কাপ জেতা এমবাপ্পে ২০২০ সালে একবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলেছিলেন, কিন্তু শিরোপার স্বাদ পাননি। এবার রিয়ালের হয়ে প্রথম মৌসুমেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন তিনি।
এমবাপ্পের আগেই পিএসজির ‘প্রথম মহাতারকা প্রকল্প’ ছিলেন নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা থেকে তাকে আনা হয় ইউরোপীয় শ্রেষ্ঠত্বের স্বপ্নে। কিন্তু চোট আর সময়ের ব্যবধানে সেই স্বপ্ন পূরণ হয়নি। বর্তমানে ব্রাজিলের ক্লাব সান্তোসে খেলা ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডও ইনস্টাগ্রামে সাবেক ক্লাবের সাফল্যে প্রতিক্রিয়া জানিয়েছেন, সংক্ষেপে—‘অভিনন্দন পিএসজি’, সঙ্গে পাঁচটি হাততালির ইমোজি।
তাঁদের চোখে অভিনন্দন থাকলেও ভেতরে রয়ে গেল নিশ্চয়ই একরাশ অতৃপ্তি। পিএসজির ইউরোপ জয় দেখলেন, তবে গর্বের অংশ হতে পারলেন না।
স্পোর্টস ডেস্কঃ কর ফাঁকির অভিযোগে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্ত...
স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলে এক দশকের বেশি সময় কাটিয়ে দিলেও সাদা বলের ক্রিকেটে এ...
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার&rs...
স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সম্...
স্পোর্টস ডেস্কঃ আজ পাল্লেকেলেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে ...
মন্তব্য (০)