ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : জাল থেকে বল কুড়াচ্ছেন ভয়চেখ শেজনি, আর দুলকি চালে হেঁটে যাচ্ছেন জুড বেলিংহাম- এল ক্লাসিকো এমন সিনেম্যাটিক দৃশ্য শেষ অনেক দিন ধরে দেখেনি। দৃশ্যটাকে ম্যাচের প্রতীকীও বলা চলে খুব সহজেই। রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা শেষ করেছে জয় নিয়ে, আর বার্সেলোনা খাবি খেয়েছে রীতিমতো, ওই মুহূর্তে শেজনির মতো করে।
অথচ ম্যাচের শুরুটা যেন আগের মৌসুমকেই মনে করিয়ে দিচ্ছিল। সেই মৌসুম, যেখানে ৪ ম্যাচ খেলে ৪টাতেই বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সে মৌসুমের শুরুর ক্লাসিকোর শুরুটা এভাবে করেও একের পর এক অফসাইডের কাটায় পড়ছিল রিয়াল, শেষমেশ হেরেছিল ৪-০ গোলের বিশাল ব্যবধানে।
তবে এবার ভিন্ন এক গল্পের দেখা মিলল সান্তিয়াগো বের্নাবেউতে। মাঝমাঠটা দখলে নিলেন জুড বেলিংহাম, আর তাতেই কেল্লাফতে। গোল নিজে একটা করালেন কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে, আরেকটা করলেন নিজে। আর তাতেই বার্সেলোনাকে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-১ গোলে হারাল রিয়াল।
নিউজ ডেস্ক : আবুধাবি টি-টেন লিগে এবারের আসরে রয়েল চ্যাম্পসের অধিনায়কের ...
স্পোর্টস ডেস্ক : মাত্র ১০ বলেই ফিফটি হাঁকালেন পাকিস্তানের তারকা আব্দুল স...
স্পোর্টস ডেস্ক : ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপ...
স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে হংকংয়ের বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের। প্র...
স্পোর্টস ডেস্ক : ঢাকায় আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেল...

মন্তব্য (০)