ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে প্রতিবারই নানারকম সমালোচনার মুখে পড়ে বিসিবি। তবে এবার থেকে আর কোনো সমালোচনায় পড়তে চায় না সংস্থাটি। তাই প্রতিটি ক্ষেত্রে ধাপে ধাপে এগোচ্ছে বোর্ড। বিপিএলের হতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা শেষে এ তথ্য জানিয়েছে বিসিবি।
বিতর্ক আর বিপিএল যেন একই সূত্রে গাঁথা। এখন পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি আসরেই সমালোচনার মুখে পড়েছে বিপিএল। যা নিয়ে বিব্রত হতে হয়েছে বিসিবিকেও। আসন্ন বিপিএলকে বিতর্কমুক্ত করার প্রচেষ্টায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আর তাই সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করে এগোচ্ছে বোর্ড।
প্রথম পদক্ষেপ হিসেবে বিপিএলে ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আলোচনায় বসে বিসিবি। প্রাথমিকভাবে ১১ দল আগ্রহী থাকলেও ৯ দলকে এ আলোচনায় আমন্ত্রণ জানানো হয়। কেন ২ দলকে আলোচনায় ডাকা হয়নি সেটিও জানিয়েছে বিসিবি।
বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বলেন, ‘প্রথমেই আমরা ১১টি টিমের প্রস্তাবনা পেয়েছি। এ ১১টিমের মধ্যে আমাদের অডিট টিম দেখেছেন, যারা ফাইন্যানশিয়াল ইন্সট্রুমেন্ট জমা দেননি তাদের আজ আমরা ইনভাইট করিনি। কারণ তারা প্রথমেই শর্ত ভঙ্গ করেছেন।’
নারী হকি টুর্নামেন্ট শুরু হচ্ছে ২ নভেম্বর
আলোচনা সভায় ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিজেদের চাওয়া পাওয়ার বিষয় খোলাসা করার পাশাপাশি কার কি করণীয় সেসবও পরিষ্কার করেছে বিসিবি।
শাখাওয়াত হোসেন আরও বলেন, ‘খেলার জন্য তার বাজেট আছে কিনা। না থাকলে সে কিভাবে করবেন বাজেট। সঠিক ম্যানেজমেন্ট না হলে সঠিক টিম না আনতে পারলে, তারা স্পনসরদের ও অ্যার্টাক্ট করতে পারবে না।’
এর আগে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি ছিল টুর্নামেন্টের লভ্যাংশ পাওয়া। গতবার শুধু টিকিটিং থেকে লভ্যাংশ ভাগ করলেও এবার ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশ পাওয়ার ক্ষেত্র বাড়িয়েছে বিসিবি।
বিপিএল গভর্নিং কাউন্সিল ইফতেখার রহমান মিঠু বলেন, ‘এবার আমরা অ্যাডিশনালি তিনটি জায়গা থেকে প্রফিটের ৩০ শতাংশ শেয়ার করবো।’
আসন্ন বিপিএলকে বিতর্কমুক্ত ও স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর বিসিবি। শেষ পর্যন্ত তাদের সদিচ্ছা কতটা বাস্তবায়িত হয় সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা।
স্পোর্টস ডেস্ক : মাত্র ১০ বলেই ফিফটি হাঁকালেন পাকিস্তানের তারকা আব্দুল স...
স্পোর্টস ডেস্ক : ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপ...
স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে হংকংয়ের বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের। প্র...
স্পোর্টস ডেস্ক : ঢাকায় আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেল...
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম...

মন্তব্য (০)