ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ১৩৭ রানেই ৭ উইকেট তুলে নেওয়া গিয়েছিল। তবে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিলেন জাস্টিন গ্রিভস আর শেই হোপ। ৪৪ রানের জুটিতে স্বাগতিকদের দিচ্ছিলেন চোখরাঙানি। তবে অবিশ্বাস্য এক থ্রোতে সে জুটিটা ভাঙলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজ আশাটা প্রায় ছেড়েই দিয়েছিল বৈকি! ৭৭ রানের দূরত্বে তখনও দল। হাতে আছে মোটে ৩ উইকেট। এমন পরিস্থিতিতে টার্নিং উইকেটে কাজটা বেশ কঠিনই।
তবে সেখান থেকে দলকে আশা দেখানো শুরু করেন শেই হোপ। সঙ্গী হিসেবে পান জাস্টিন গ্রিভসকে। দুজন মিলে অষ্টম উইকেটে ৪৪ রানের জুটি গড়েন। আর সেটাই বাংলাদেশকে একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে দিচ্ছিল।
নিজেদের দোষেই এই জুটিটা ভাঙল ওয়েস্ট ইন্ডিজের। কভারে ঠেলে দিয়ে একটা রান চুরি করে নিতে চেয়েছিলেন হোপ। ওপাশ থেকে গ্রিভস ঠিক সময়েই দৌড় শুরু করেছিলেন।
তবে মিরাজের অবিশ্বাস্য এক থ্রো কাজটা করে দিল বাংলাদেশের। কিপারের প্রান্তে তার এই থ্রোই গ্রিভসের ইতি টেনে দেয়। বাংলাদেশকে ফেরায় ম্যাচে।
কাজটা অবশ্য এখনও শেষ হয়নি। ওয়েস্ট ইন্ডিজ এখন জয় থেকে মাত্র ৩৭ রানের দূরত্বে। আর বাংলাদেশের চাই ২ উইকেট।
নিউজ ডেস্ক : আবুধাবি টি-টেন লিগে এবারের আসরে রয়েল চ্যাম্পসের অধিনায়কের ...
স্পোর্টস ডেস্ক : মাত্র ১০ বলেই ফিফটি হাঁকালেন পাকিস্তানের তারকা আব্দুল স...
স্পোর্টস ডেস্ক : ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপ...
স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে হংকংয়ের বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের। প্র...
স্পোর্টস ডেস্ক : ঢাকায় আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেল...

মন্তব্য (০)