• সমগ্র বাংলা

রাণীনগরে বস্তায় আদা চাষ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের কৃষকের জন্য কৃষি অফিস থেকে প্রদান করা বিভিন্ন প্রদর্শনী প্রকল্পের বরাদ্দ হরিলুট করার একের পর এক অভিযোগ বেরিয়ে আসছে। বিশেষ করে পতিত জমিতে বস্তায় আদা চাষ প্রদর্শনীতে ব্যাপক অনিয়মের সংবাদ দেশজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে।

অনেক কৃষকের তালিকায় নাম থাকলেও প্রদর্শনী প্লট পাননি আবার কেউ বরাদ্দ অনুযায়ী প্রদর্শনীর উপকরণও পাননি। আবার কেউ কৃষি অফিস থেকে সরবরাহ করা আদা বীজে কোন গাছই জন্ম নেয়নি। ফলে এমন অনিয়মের কারণে সরকারের উদ্দেশ্য শতভাগ ভেস্তে যেতে বসেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা, কৃষকদের নিজের পতিত জমিতে অনাবাদি প্রকল্পের আওতায় উপজেলায় ২২টি প্রদর্শনী প্লট হাতে নেয়া হয়। ২০২৪/২৫ অর্থ বছরে অনাবাদি প্রকল্প বাস্তবায়নে উপকরণ হিসেবে চলতি বচরের ২১মার্চ এক যোগে ২২জন কৃষককে প্রতি প্রদর্শনী প্লটের জন্য ৩০টি করে খালি বস্তা, আড়াই কেজি আদা বীজ, ৬কেজি ডিএপি ও পটাশ সার, ১০কেজি জিপসাম, ২৫কেজি জৈব সার এবং একটি করে সাইনবোর্ড দেয়া হয়েছে। কৃষি অফিস থেকে এমন তথ্য জানালেও মাঠ পর্যায়ে এর চিত্র ভিন্ন।

তথ্য মতে, দেশে আদার চাহিদা পুরণ করে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে বস্তায় আদা চাষের পদ্ধতি সম্পর্কে কৃষকদের মাঝে তুলে ধরা, কম খরচে পতিত জমিতে অধিক লাভজনক আদা চাষ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষে অনাবাদি প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনী প্লট হাতে নেয়া হয়। সরকার কৃষকদের সাবলম্বি এবং সহায়তা করতে এমন প্রকল্প হাতে নিলেও উপজেলার অসাধু কর্মকর্তাদের দূর্নীতির কারণে সুফল পাচ্ছে না প্রান্তিক পর্যায়ের কৃষকরা।

কৃষি অফিস থেকে সরবরাহ করা ২২জন প্রদর্শনী প্লটে কৃষকের নামের তালিকায় প্রথমে রয়েছেন উপজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামের মৃত জসমত আলীর ছেলে মনজুর রহমানের নাম। অথচ মনজুর রহমান জানান, তার নামে যে প্রদর্শনী প্লট দেয়া হয়েছে তা আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে জানতে পারলাম। অফিস থেকে আমাকে এরকম কোন প্রদর্শনী প্লট দেয়া হয়নি বা বলাও হয়নি। এবিষয়ে আমার কিছু জানাও নেই। ওই প্রদর্শনী প্লট দেখভাল করার দায়িত্বে থাকা ব্লক সুপার ভাইজার আফাজ উদ্দীনের কাছে জানতে চাইলে তিনিও এর কোন ব্যাখ্যা দিতে পারেননি।

আবাদপুকুর এলাকার আফতাব হোসেনের ছেলে কৃষক জাহিদুল ইসলাম বলেন, তার নামে প্রদর্শনী প্লট বরাদ্দের কথা ব্লক সুপার ভাইজার ছানারুল ইসলাম জানিয়ে ছিলেন কিন্তু পরে আর প্লট দেয়া হয়নি। তবে ব্লক সুপার ভাইজার ছানারুল ইসলাম দাবি করে বলেন, কৃষক জাহিদুল প্লট নিতে আগ্রহ না দেখানোর কারণে একই ইউনিয়নের ভেটি গ্রামের কৃষক আনিছুর রহমানকে দেয়া হয়েছে। কিন্তু তালিকা থেকে জাহিদুলের নাম পরিবর্তন করা হয়নি।

একডালা গ্রামের কৃষক আকরাম হোসেন বলেন, অফিস থেকে যে আদা বীজ দেয়া হয়েছিল সেই বীজ থেকে গাছ ওঠেনি। ফলে নতুন করে বাজার থেকে আদা বীজ কিনে পুনরায় রোপন করেছেন।
গহেলাপুর মানিকহার গ্রামের কৃষক অঞ্জনা রাণী জানান, অফিস থেকে তাকে ৩০টি খালি বস্তা, দুই কেজি ডিএপি, দুই কেজি পটাশ সার, দুই কেজি আদা এবং আধা বস্তা জৈব সার ও একটি সাইনবোর্ড দেয়া হয়েছে। এর বাহিরে আর কিছু পাননি তিনি। একই কথা বলেছেন ওই গ্রামের কৃষক অনন্ত সরকার।

ভবানীপুর গ্রামের কৃষক জামিল হোসেন জানান, তাকে ৩০টি বস্তা,দুই কেজি আদা এবং ডিএপি, পটাশ সার ও জৈবসার মিলে মোট ২৫কেজি দেয়া হয়েছে।
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, সরকার কৃষকের সার্থ রক্ষায় নানা ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন। কিন্তু অসাধু কর্মকর্তাদের দূর্নীতি-অনিয়মের কারণে উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষকরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষি প্রণোদনার বীজ থেকে শুরু করে বিভিন্ন উপকরণ বিভিন্ন হাট ও বাজারের খোলা দোকান এবং চিহ্নিত বীজের দোকানগুলোতে সহজেই পাওয়া যায়। তাই কৃষি অফিসের অনিয়ম-দূর্নীতির বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: মোস্তাকিমা খাতুন অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, বস্তায় আদা চাষ অনাবাদি প্রকল্পের আওতায় ২২জন কৃষি প্রদর্শনী প্লটের বিপরিতে যে বরাদ্দ পাওয়া গেছে সে অনুযায়ী সবগুলো উপকরণ বিতরণ করা হয়েছে। তবে তালিকায় নাম থাকলেও প্রদর্শনী প্লট না পাওয়ার বিষয়ে কোন ব্যাখ্যা দিতে পারেননি তিনি।  

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

ফরিদপুর প্রতিনিধি : শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে ফরিদপুর...

image

মহাসচিবকে নিয়ে ফেসবুকে পোস্ট ফরিদপুর ছাত্রদল নেতা বহিষ্কার

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মহাস...

image

জামালপুরে জাঙ্ক ফুড বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে সুষম খাদ্য গ্...

image

নারায়ণগঞ্জে র‍্যাবকে লক্ষ্য গুলি, তরুণী আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় ছ...

image

চাটমোহরে নগর সংঘ যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে নগর সংঘ যুবসমাজের উদ্যোগে ...

  • company_logo