• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে র‍্যাবকে লক্ষ্য গুলি, তরুণী আহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় ছিনতাইকৃত মোবাইলের জন্য মুদিদোকানদারকে কুপিয়ে জখম করার পর ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যায় সন্ত্রাসী জাহিদ। এর একদিনপর এবার র‍্যাবকে লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসী জাহিদ। তার ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জবা নামে (১৮) তরুনীর বুকে লাগে। ওই সময়ে সন্ত্রাসী জাহিদ দ্রুত পালিয়ে যায়।

রোববার দুপুরে ফতুল্লার পশ্চিম মাইসদাইর বালুরমাঠ এলাকার গাইবান্ধা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশের একটি সূত্র জানান, গত শনিবার বিকেলে ফতুল্লার মাসদাইর বাজারে আল-আমিনের ছিনতাইকৃত মোবাইলকে কেন্দ্র করে মুদি দোকানদার নাহিদুর রহমান পারভেজের (৩০) সাথে স্থানীয় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী জাহিদের তর্ক এবং মারধরের ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে জাহিদের সহযোগী গুট্টা মাসুদ, গিট্টু রিপন সহ ৮/১০ এসে পারভেজের মাথায়, হাতে এবং কোমরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। তখন পারভেজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ভয় দেখাতে জাহিদ একাধীক ফাঁকা গুলি বর্ষণ করে। এরপর দলবল নিয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনার একদিন পর নারায়ণগঞ্জের কালিরবাজার এলাকায় অবস্থিত র ্যাবের একটি গোয়েন্দা দল জাহিদকে গ্রেফতার করতে মাসদাইর গাইবান্ধা এলাকায় অবস্থান নেয়।

এসময় জাহিদ র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন চার দিক থেকে ঘিরে ফেললে র ্যাবকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে জাহিদ।

তখন জাহিদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়িতে থাকা তরুনী জবা আক্তারে (১৮) বুকে বৃদ্ধ হয়। ওইসময় দ্রুত পালিয়ে যায় জাহিদ। এরপর পরিবারের লোকজন জবা আক্তারকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে তাৎক্ষনিক কোন বক্তব্য পাওয়া না গেলেও ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। এ পুলিশ অফিসার বলেন, আহত তরুনীর খোজ খবর নিতে ঢাকা মেডিকেলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলেও পুলিশ গিয়েছে। সন্ত্রাসী জাহিদকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

ফরিদপুর প্রতিনিধি : শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে ফরিদপুর...

image

মহাসচিবকে নিয়ে ফেসবুকে পোস্ট ফরিদপুর ছাত্রদল নেতা বহিষ্কার

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মহাস...

image

রাণীনগরে বস্তায় আদা চাষ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের কৃষকের জন্য কৃষি অফিস থেকে প্রদান করা বিভি...

image

জামালপুরে জাঙ্ক ফুড বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে সুষম খাদ্য গ্...

image

চাটমোহরে নগর সংঘ যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে নগর সংঘ যুবসমাজের উদ্যোগে ...

  • company_logo