ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে নগর সংঘ যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে চাটমোহর বালুচর খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় খেলাপ্রেমীদের ঢল নামে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব-এর সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান। খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাটমোহর পৌরসভার সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান।
৮টি দলের অংশগ্রহণে সাজানো এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ এবং ফরিদপুর উপজেলা দল। উত্তেজনাপূর্ণ খেলায় এডওয়ার্ড কলেজ দল ফরিদপুরকে ৪-১ গোলে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবশক্তি ফুটবল টুর্নামেন্টের আয়োজক সাগর হোসেন, এনসিপি নেতা হাসানুজ্জামান সবুজ, যুবদল নেতা তানভির জুয়েল লিখন এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুজ্জামান হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “মাদক ও মোবাইলের নেশা থেকে যুব সমাজকে ফিরিয়ে এনে মাঠমুখী করাই এখন বড় চ্যালেঞ্জ।” তারা এমন উদ্যোগ নেওয়ায় আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
টুর্নামেন্টের আয়োজক সাগর হোসেন বলেন, “যুব সমাজ যেভাবে মাদক এবং মোবাইলের নেশায় বিভ্রান্তির দিকে যাচ্ছে, সেখান থেকে তাদের ফিরিয়ে আনতেই আমাদের এই আয়োজন। আমরা চাই মাঠ হোক যুব সমাজের সবচেয়ে বড় পরিচয় এবং শক্তি।”
ফরিদপুর প্রতিনিধি : শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে ফরিদপুর...
ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মহাস...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের কৃষকের জন্য কৃষি অফিস থেকে প্রদান করা বিভি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে সুষম খাদ্য গ্...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় ছ...

মন্তব্য (০)