• সমগ্র বাংলা

"বগুড়ায় সমাবেশের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে মীর স্নিগ্ধ'র অভিষেক"

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বিএনপির রাজনীতির আতুড়ঘর বগুড়ায় ছাত্র-জনতার সমাবেশে বক্তব্য দেয়ার মধ্য দিয়ে রাজনীতিতে অভিষেক ঘটালেন গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বগুড়া শিবগঞ্জে নিজ জমজ ভাই শহীদ মীর মুগ্ধের নামে গড়া চত্ত্বরে দাঁড়িয়ে ধানের শীষের প্রচারণাও চালান তিনি।

বিএনপিতে যোগদানের পর রোববার বগুড়ায় প্রথম রাজনৈতিক সফরে আসেন মীর স্নিগ্ধ। সফরের শুরুতেই তিনি ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ার (রহ.) এর মাজারে জিয়ারত করেন।

পরে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের নেতৃত্বে গাড়িবহরসহ সমাবেশস্থল শহীদ মীর মুগ্ধ স্কয়ারে পৌঁছান তিনি। এসময় স্নিগ্ধর আগমনকে ঘিরে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্লোগান স্লোগানে স্নিগ্ধকে বগুড়ায় স্বাগত জানান হাজারো ছাত্র জনতা। সমাবেশে মীর স্নিগ্ধ কথা বলেন বিএনপির রাজনীতিতে যোগদানের উদ্দেশ্য নিয়ে। বলেন তারেক রহমানের নির্দেশেই বগুড়া থেকে তিনি তার রাজপথের যাত্রা শুরু করলেন।

এসময় তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। জুলাই যোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশ পেয়েছি—এই দেশকে রক্ষা করতে তরুণদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে হবে।”

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া যেমন নিজের সন্তানের লাশের পাশে কেঁদেছেন, তেমনি আমার মা-ও মীর মুগ্ধের লাশ নিয়ে কেঁদেছেন। তবুও সরকার আমাদের ভাইয়ের লাশ দাফন করতেও বাধা দিয়েছিল। আমি আমার ভাইকে নিজ হাতে দাফন করেছি। কিন্তু তারেক রহমান তাঁর ভাইয়ের লাশও দেখতে পারেননি।” এই বাংলার মাটিতেই আওয়ামী লীগের সকল জুলুমের বিচার হবে। মীর স্নিগ্ধ আরও বলেন, “তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে, যাতে একটি সুন্দর, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে ওঠে।”

এছাড়াও এসময় সমাবেশে ধানের শীষের পক্ষে স্লোগান মাস্টারের ভূমিকায় সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।

এর আগে রবিবার বেলা আড়াইটার দিকে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহীসওয়ার (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর স্নিগ্ধ কথা বলেন জাতীয় নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে। তিনি বলেন, দল যদি তাকে যোগ্য মনে করে এবং তা দলের জন্য ভালো হয়, তবে দলের সিদ্ধান্তকে তিনি সম্মান জানাবেন।

তিনি বলেন, দলে যোগ দিয়ে বগুড়া থেকেই কাজ শুরু করছি। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি। এই স্থান বিএনপি নেতাকর্মীদের জন্য অত্যন্ত আবেগঘন ও গুরুত্বপূর্ণ। এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে।

তিনি আরও জানান, বিএনপিতে যোগ দেওয়ার পর এটিই ছাত্র–জনতার সঙ্গে তার প্রথম বৃহৎ গণসংযোগ কার্যক্রম। তরুণদের সঙ্গে কাজ করার পরিকল্পনা নিয়ে তিনি বলেন, দল আমাকে তরুণদের নিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছে। তরুণদের একসঙ্গে সামনে আনতে পারলে দেশের ভবিষ্যৎ সুন্দরভাবে বদলে দেওয়া সম্ভব। তাই আমি তরুণদের নিয়ে কাজ শুরু করেছি।

নিজের রাজনৈতিক লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা—তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করা। আর সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য বিএনপিকেই ভালো জায়গা মনে হয়েছে। এখন দেশের সবচেয়ে বড় দল বিএনপি। এই দলের মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের জন্য আরও বৃহৎ পরিসরে কাজ করা সম্ভব।

জিয়ারতের সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, বিএনপি নেতা তাজুল ইসলাম, মীর সিমান্ত, তাহেরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা বলছেন শহীদ ভাইয়ের আত্মত্যাগের স্মৃতি বুকে নিয়ে বগুড়া থেকে বিএনপির রাজনীতিতে অভিষেক হওয়া মীর স্নিগ্ধকে দেখা যেতে পারে আগামীর সংসদেও, তারেক রহমানের হাত ধরে সুস্থ ধারার রাজনীতিতে থাকতে চান তিনি।

মন্তব্য (০)





  • company_logo