ছবিঃ সংগৃহীত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গ্রেপ্তারের পর হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা। পালিয়ে যাওয়ার পরপরই পাশের উপজেলায় স্বেচ্ছাসেবকলীগ নেতার শ্বশুরবাড়িতে অভিযান পরিচালনা করে তার সুমুন্দিকে আটক করেছে পুলিশ । পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও সুমুন্দিকে আটকের বিষয়টি অস্বীকার করেনি শ্রীপুর থানা পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের কাচারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া মো. মনির হোসেন (৩৫) উপজেলার ধনুয়া গ্রামের মো. বুজরত আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির হোসেনের মা মনোয়ারা বেগম বলেন, রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে আমার ছেলে রাতের খাবার খেয়ে বাসা থেকে বের হয়। একটু পরই দুটি মোটরসাইকেলে চারজন লোক সাদা পোশাকে এসে ছেলেকে জোরপূর্বক মোটরসাইকেল তুলে নিয়ে যায়। এর পরপরই মনির ডাক চিৎকার দেয় আমাকে নিয়ে গেলো। আমাকে বাঁচাও। এসময় আশপাশের দোকানের মানুষ ও স্থানীয়রা এগিয়ে এসে মোটরসর পথরোধ করে। এসময় একটি মোটরসাইকেলে থাকা দু'জন পালিয়ে যায়। উপস্থিত লোকজন তাদের পরিচয় জানতে চাইলে পরিচয় দিতে টালবাহানা করে। ছেলের হাতে হ্যান্ডকাপ কে পড়ালো এমন প্রশ্নের কোন উত্তর দেয়নি। এরপরই মনিরকে নিয়ে চলে আসে সবাই। তিনি আরও জানান, ঘটনার ১ ঘন্টা পর পোশাকধারী পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। আমাদের ধারণা ছেলেকে একটি চক্র অপহরণের চেষ্টা করে। পরবর্তীতে নিজেদেরকে বাঁচাতে আওয়ামিলীগের নেতা বলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।
মনির হোসেনের বোন মিনারা খাতুন বলেন, জনগণের ধাওয়া খেয়ে ভাইকে ছেড়ে যায় সাদা পোশাকধারীরা। বারবার তাদের পরিচয় জানতে চাইলেও তারা তাদের পরিচয় জানায়নি তারা। এরপর রাত সাড়ে দশটার দিকে পাশ্ববর্তী কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা গ্রামে ভাইয়ের শ্বশুড়বাড়িতে যায় পুলিশ। সেখানে ভাইকে না পেয়ে ভাইয়ের সুমুন্দি ফাহাদ হোসেনকে আটক করে নিয়ে আসে। একই সঙ্গে আমার ছোট ভাইয়ের একটি মোটরসাইকেল নিয়ে যায় পুলিশ।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই আবুল বাসার মুঠোফোনে বলেন, আসামীকে আটকের পর পালিয়ে গেছে। আপনি কি সাদা পোশাকে ছিলেন? আপনার সঙ্গে কতজন পুলিশ সদস্য ছিলেন? এমন প্রশ্নের জবাব তিনি কোন উত্তর না দিয়ে ফোন কেটে দেন। এর পরপরই কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, পালিয়ে যাওয়া মনির হোসেনকে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ। তার শ্বশুড়বাড়িতে অভিযান পরিচালনা করলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :ঢাকার নবাবগ...
লালমনিরহাট প্রতিনিধি: দেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত ৭ নভে...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
পঞ্চগড় প্রতিনিধিঃ হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের শীতপ্...

মন্তব্য (০)