• সমগ্র বাংলা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঈশ্বরগঞ্জে বিএনপির জনসমুদ্র

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

বক্তব্যে তিনি বলেন, ঈশ্বরগঞ্জের মানুষ দীর্ঘদিন অবহেলিত। এখানকার তরুণরা কাজের অভাবে শহরমুখী হচ্ছে, শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত, আর চিকিৎসা সেবার মানও তেমন ভালো নয়। জনগণ সুযোগ দিলে ঈশ্বরগঞ্জে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনব।

তিনি আরও বলেন, আমি রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থে নয়। ঈশ্বরগঞ্জের মানুষ পরিবর্তন চায়, আর আমি সেই পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়ন করব।

প্রকৌশলী মাজেদ বাবু দলীয় মনোনয়ন পাওয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি ও পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকুর সঞ্চালনায় ও ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সায়েদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, শাহজাহান জয়পুরী, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু ও শরীফ আবেদীন জায়েদী প্রমুখ।

বেলা ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকেন। হাতে ধানের শীষ প্রতীক, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জনসভাস্থল শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে। “ধানের শীষের বিজয় চাই”, “তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি”। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে বলেন, জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।

মন্তব্য (০)





image

"বগুড়ায় সমাবেশের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে মীর স্নিগ্ধ'...

বগুড়া প্রতিনিধি : বিএনপির রাজনীতির আতুড়ঘর বগুড়ায় ছাত্র-জনতার সমাবেশে ব...

image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচরে সমাবেশ-র‍্যালি

মাদারীপুর প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদার...

image

নড়াইলের কালিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি ...

image

নবাবগঞ্জে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :ঢাকার নবাবগ...

image

লালমনিরহাটে ৭১'র শহীদ শিক্ষাবিদ আবুল কাশেমের শাহাদাত বার্...

লালমনিরহাট প্রতিনিধি: দেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ...

  • company_logo