• সমগ্র বাংলা

‎সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, আনন্দের মাঝেও উৎকণ্ঠায় জেলেরা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। জেলের মুখে দেখা দিয়েছে আনন্দ। কিন্তু ইলিশ প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর এই ২২ দিন মাছ ধরা নিষিদ্ধের খবরটি কেড়ে নিয়েছে তাদের সেই আশার আলো।

‎নিষেধাজ্ঞার ২২ দিন নদী এবং সমুদ্রে সব ধরনের মাছ আহরণ,পরিবহন, মজুদ ও বাজারজাতকরণসহ ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় বেকার হয়ে পরবেন জেলেরা। তবে সরকার থেকে সাহায্য দেয়ার কথা থাকলেও পান না প্রকৃত জেলেরা। এতে কষ্টের শেষ নেই তাদের। তবে ভারতীয় জেলেরা যাতে এ সময় বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরতে না পারে; সে বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জেলেদের।

‎সূত্র জানায়, সারা দেশে সাত হাজার বর্গ কিলোমিটার ইলিশের প্রজনন এরিয়া থাকলেও এ বছর সব নদ-নদী ইলিশ প্রজনন মৌসুমের আওতায় রয়েছে। প্রিয়জনের ভালোবাসা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে উপকূলীয় জেলেরা নদী কিংবা সমুদ্রে মাছ শিকার করেন। কিন্তু ইলিশ প্রজনন মৌসুম হওয়ায় ২২ দিন দেশের সমুদ্র ও সব নদীতে মাছ ধরা, বেচা-কেনা এবং পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এতে বেকার হয়ে পরবেন জেলেরা। এ সময় সরকার থেকে তারা কোনো সাহায্য পান না।

‎জেলেরা জানান, মাছ যেমনি ধরা পড়েনি, তেমনি দেখা দিয়েছিল সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এখন মোটামুটি ভালোই মাছ ধরা পড়ছে। মানুষের ধার দেনা পরিশোধ করে পরিবার পরিজন নিয়ে দুবেলা খেয়ে পরে থাকতে পারব। কিন্তু তাতে ক্ষোভ নেই তাদের। তবে সমুদ্রে জলদস্যুদের উৎপাত বন্ধ ও ভারতীয় জেলেরা যাতে এ সময় মাছ শিকার করতে না পারে; সে বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জেলেদের।

‎এ বিষয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ইলিশ প্রজনন মৌসুম ২২ দিন হওয়ায় মাছ ধরা, বেচা-কেনা এবং পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। সমুদ্র ও নদীতে তদারকিসহ সঠিক সময় জেলেরা বরাদ্দের চালটা পেতে পারে মৎস্য বিভাগের তদারকিসহ এ বছর মা ইলিশ সংরক্ষণ সফল হবে বলে জানান ওই মৎস্য কর্মকর্তা।

‎পটুয়াখালীতে এক লাখের বেশি জেলে থাকলেও  নিবন্ধিত জেলে রয়েছে  ৮০ হাজার ২০ জন।  প্রজনন মৌসুমে এই ২২ দিনে ২৯ কেজি করে সরকারি ভিজিএফর সাহায্য পেতে যাচ্ছে ৬৫ হাজারের বেশি জেলে।

মন্তব্য (০)





image

শার্শায় যুবদল নেতার বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধ...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বহিষ...

image

পাবনায় ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর...

image

বগুড়ায় ডাব্লিউডিডিএফ এর উদ্যোগে স্বাবলম্বীকরণ উপকরণ বিতরণ

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডাব্লিউডিডিএফ এর উদ্যোগে প...

image

গোপালপুরে নারী ফুটবলের প্রীতি ম্যাচে জয়ী গোপালপুর নারী একাদশ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

গোপালপুরে জামায়াতে ইসলামী’র কর্মশালা অনুষ্ঠিত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়ো...

  • company_logo