
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে টেপ টেনিস বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ২২ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যেই এলাকাজুড়ে বইছে উৎসবের আমেজ।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টায় কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব চান্দ্রা খেলার মাঠে আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে মাঠ প্রস্তুতি ও আনুষঙ্গিক উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করা হয়।
পরিদর্শনে নেতৃত্ব দেন পূর্ব চান্দ্রা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর মোঃ সারোয়ার হোসেন আকুল। উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-অধ্যাপক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়ানুরাগী ও যুব সমাজের প্রতিনিধিরা।
এসময় মাঠ প্রস্তুতির অগ্রগতি ঘুরে দেখেন খেলা আয়োজক কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক এসএম আমিনুল ইসলাম (ভাষা শহীদ আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজ), অধ্যাপক মো. শাজাহান আলী (সরকারি শাদত কলেজ, করটিয়া), এসএম খালিদ হোসেন (বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান, চন্দ্রা সরকারি কলেজ), পূর্ব চান্দ্রা স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ সুলাইমান হোসেন ও সাধারণ সম্পাদক মোতালেব হোসেনসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রায় ৩ একর জায়গাজুড়ে তৈরি করা হয়েছে পূর্ব চান্দ্রা খেলার মাঠ। একসময় এটি ছিল একটি ডোবা-নালা, যেখানে মানুষ ময়লা-আবর্জনা ফেলতো। তিলে তিলে শ্রম ও ভালোবাসা দিয়ে মাঠটি নির্মাণ করেছেন সারোয়ার হোসেন আকুল। বর্তমানে এ মাঠই হয়ে উঠেছে কালিয়াকৈরের ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র।
আয়োজক সূত্রে জানা গেছে, এ টুর্নামেন্টই বিশ্বের মধ্যে প্রথমবারের মতো এত বড় পরিসরে টেপ টেনিস বিপিএল ক্রিকেট আয়োজন। আন্তর্জাতিক মানের আয়োজনকে সামনে রেখে জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু দেশ নয়, ভারত ও পাকিস্তান থেকেও নামিদামি খেলোয়াড়রা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এতে জাতীয় দলের খেলোয়াড়সহ দেশ-বিদেশের ক্রিকেটারদের অংশগ্রহণে দর্শকরা ভিন্নধর্মী খেলার স্বাদ উপভোগ করতে পারবেন।
পরিদর্শনকালে প্রধান পৃষ্ঠপোষক ও মাঠের নির্মাতা মোঃ সারোয়ার হোসেন আকুল সাংবাদিকদের বলেন— “যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই আমাদের প্রধান লক্ষ্য। একসময় এখানে ছিল ডোবা-নালা, যেখানে মানুষ ময়লা ফেলতো। আজ সেই জায়গাতেই আমরা তিন একর জুড়ে আন্তর্জাতিক মানের মাঠ দাঁড় করিয়েছি। এবার টেপ টেনিস বিপিএল শুধু কালিয়াকৈরে নয়, সারা দেশেই নয়—এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও এক নতুন অধ্যায়ের সূচনা করবে। দেশ-বিদেশের খেলোয়াড়দের অংশগ্রহণে দর্শকরা ভিন্নধর্মী খেলা উপভোগ করবেন। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও প্রজন্মবান্ধব সমাজ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।”
এই প্রথমবারের মতো টেপ টেনিস বিপিএল মোট আটটি বিভাগে অনুষ্ঠিত হবে। স্থানীয় পর্যায়ে তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে এবং টেপ টেনিসকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় খেলায় রূপ দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানিয়েছেন।
পূর্ব চান্দ্রা স্পোর্টিং ক্লাব ও টিকে স্পোর্টসের যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতা ইতিমধ্যেই কালিয়াকৈরসহ আশেপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। মাঠ প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, আবহাওয়া অনুকূলে থাকলে ২২ নভেম্বর থেকে শুরু হবে টেপ টেনিস বিপিএল ক্রিকেটের জমকালো আসর।
মন্তব্য (০)