
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বসতবাড়ির বারান্দা থেকে ইতি আক্তার (২৩) নামের সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। স্বজনদের অভিযোগ পরিকল্পিত ভাবে তাকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়েছে শ্বশুর বাড়ির লোকজন।
শুক্রবার(৩ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামের আ.জলিলের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইতি আক্তার(২৩) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘিগাট গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে।পাঁচ বছর আগে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামের আ.জলিলের ছেলে মো. আক্তার হোসেনের সাথে বিয়ে হয় আক্তারের। তাদের দাম্পত্যজীবনে আড়াই বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
নিহতের মা বিলকিছ আক্তার অভিযোগ করে বলেন, আমাকে সকালে ফোন করে জানানো হয় ইতিকে দেখতে হলে দ্রুত আসতে। আমি ছোটে গিয়ে বারান্দায় মেয়ের মরদেহ দেখতে পাই। সে আত্মহত্যা করলে ঝুলন্ত থাকতো। বাড়ির লোকজন লাশ নামালো কেন? আমার মেয়ে মরতে পারেনা। তাকে মেরে এখন বলছে সে আত্মহত্যা করেছে।
নিহতের ভাবী শারমিন অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে ইতির উপর শাশুরী ননদ নির্যাতন চালাতো। সে একাধিকবার বাবার বাড়িতে চলে এসেছে। আমরা বুঝিয়ে তাকে স্বামীর বাড়িতে পাঠাতাম। সংসারের সুখের কথা ভেবে ইতির স্বামীকে শ্বশুর বাড়ির টাকায় সৌদি আরবে পাঠিয়েছি। তবু শাশুরী ননদের নির্যাতন বন্ধ হয়নি। কিছুদিন পূর্বেও সে আমাদের বাড়িতে চলে এসেছিলো। তার স্বামী দেশে ফিরে তাকে বুঝিয়ে বাড়ি নিয়ে যান। স্ত্রীকে বাড়িতে রেখে একমাস পূর্বে ইতির স্বামী আক্তার সৌদী চলে যায়। আজ সকাল সাড়ে নয়টার দিকে ইতির ননদ মিনারা ফোন করে বলেন, ইতিকে দেখতে হলে দ্রুত আসেন । অন্য কিছু বলেনি। আমরা ছোটে ওই বাড়িতে গিয়ে ঘরের বারান্দায় ইতির মরদেহ দেখতে পাই। বাড়ির লোকজন বলে সে আত্মহত্যা করেছে। ঘরের আড়ায় উড়না ঝুলানো ছিলো। গলায় একটি চিকন দাগ রয়েছে। বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে এটিকে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমরা দৃষ্টান্ত মূলক বিচার চাই।
নিহতের ননদ মিনারা জানান, আমি কাজ করার সময় ভাবীকে ঘরে সোজা হয়ে দাড়িয়ে থাকতে দেখি। তখন বুঝিনি সে আত্মহত্যা করেছে। পরে দেখি সে ফাঁসিতে ঝুলে আছে।
দেবর আফজাল জানান, আমি ঘুম থেকে উঠে দাঁত মাজার সময় ভাবীকে দাড়িয়ে থাকতে দেখি। কাছে গিয়ে দেখতে পাই সে ঝুলে আছে। আমরা দ্রæত তাকে ঝুুলন্ত অবস্থা থেকে নামাই। পরে দেখি সে মারা গেছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক ( এসআই) মো. আক্রাম হোসেন জানান, খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে বসত ঘরের বারান্দায় ওই নারীর মরদেহ দেখতে পাই। ঘরের আড়ায় একটি উড়না বাঁধা ছিলো। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।
মন্তব্য (০)