
ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডাব্লিউডিডিএফ এর উদ্যোগে প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বীকরণে আয়বর্ধক উপকরণ বিতরণ করা হয়েছে। 'উইমেন গেইনিং গ্রাউন্ড' (ডাব্লিউজিজি) প্রকল্পের আওতায় শুক্রবার সকালে শহরের সেউজগাড়ি সংস্থার কার্যালয়ে ২২ জন প্রতিবন্ধী নারীকে কাপড় ও কসমেটিক্স ব্যবসার উপকরণ ও একজন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়।
উদ্যোক্তা হিসেবে নিজেদের আত্মপ্রকাশের অনুপ্রেরণা যুগিয়ে সকলের হাতে পরম মমতায় সামগ্রীগুলো তুলে দেন ডাব্লিউডিডিএফ এর নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি। এ সময় তিনি বলেন, ২০২২ সাল থেকে শুরু হওয়া ডাব্লিউজিজি প্রকল্পের আওতায় এর আগে বগুড়াতে ২২০ জনসহ সারাদেশে ৪৮০ জন প্রতিবন্ধী নারীকে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের জন্য এই আয়বর্ধক উপকরণগুলো বিতরণ করা হয়েছে।
সহযোগিতা পাওয়া নারীদের মাঝে ইতিমধ্যেই বগুড়া জেলায় ডাব্লিউডিডিএফ এর হাত ধরে ১৬০ জন নারী ইতিমধ্যেই নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন যা তাদের জন্য অত্যন্ত গর্বের। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার তারা ব্যবসার উদ্দেশ্যে ১১ জন প্রতিবন্ধী নারী প্রত্যেককে ৩০ হাজার টাকার সমপরিমাণ কাপড়, ১০ জন নারী প্রত্যেককে ২৫ হাজার টাকা সমপরিমাণ মুদি দোকানের সামগ্রী প্রদান করা হয়েছে।
এছাড়াও কাহালু মুরইল এলাকার রুবাইয়া নামে এক শিশুকে তুলে দেয়া হয় হুইলচেয়ার এবং জোড়গাছার একে প্রতিবন্ধী নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেয়া হয়েছে ২০ হাজার টাকার সমপরিমাণ কসমেটিক্স সামগ্রী। এদিন সংস্থার পক্ষ থেকে সব মিলিয়ে ২৩ জনকে ৬ লক্ষ ৭ হাজার টাকার উপকরণ বিতরণ করা হয়। মিষ্টি বলেন, প্রতিবন্ধী নারীরা কখনোই সমাজের বোঝা নয়। তাদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে একটু সুযোগ করে দিলে তারাও স্বাবলম্বী হয়ে পরিবারের হাল ধরতে পারেন। ইতিবাচক পরিবর্তনের এই যাত্রায় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
অনুষ্ঠানের এসময় উপস্থিত ছিলেন সংস্থার হিসাব সমন্বয়কারী সামিরা মোসাদ্দেক, কর্মসূচি সহ- সমন্বয়কারী শারমিন আক্তার দোলন, বগুড়া শাখা সমন্বয়কারী আব্দুল্লাহ আল ফয়সালসহ ডাব্লিউডিডিএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপকারভোগী পরিবারের সদস্যরা।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বহিষ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়ো...
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢ...
মন্তব্য (০)