• খেলাধুলা

আজ কী পারবে ইতিহাস গড়তে বাংলাদেশ?

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আজ পাল্লেকেলেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজ এখন ১-১ সমতায়। ফলে আজকের ম্যাচটাই হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। এই ম্যাচে জয় পেলে লঙ্কান মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।

এর আগে, ২০১৩ ও ২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতে দুইটি ওয়ানডে সিরিজ ড্র করেছিল টাইগাররা। তবে কখনও জয়ের স্বাদ পাওয়া হয়নি। এবার সেই অপুর্ণ ইতিহাস পূর্ণ করার সামনে বড় সুযোগ।

দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কলম্বোর জয় টাইগারদের এনে দিয়েছে নতুন আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাস নিয়ে আজ পাল্লেকেলেতে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

বিজ্ঞাপন

তবে সিরিজের শেষ ওয়ানডের আগে খুব একটা বিশ্রামের সুযোগ পায়নি বাংলাদেশ দল। ম্যাচটি দিবারাত্রির হওয়ায় অনুশীলন করতে হয়েছে ফ্লাড লাইটের আলোয়। তবে এই ভেন্যুতে খেলার অভিজ্ঞতা রয়েছে মিরাজ ছাড়াও স্কোয়াডের আরও ছয় ক্রিকেটারের।

২০২২ সালে এই মাঠে সর্বশেষ খেলা ম্যাচে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে ওই ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার মাঝেও একাই লড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় উরুতে চোট পেলেও তার ইনজুরি গুরুতর নয়। ফলে আজকের ম্যাচে তার খেলা প্রায় নিশ্চিত। এতে করে একাদশ থেকে বাদ পড়তে পারেন লিটন দাস অথবা নাঈম শেখ।

এছাড়া বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে পেসার তাসকিন আহমেদের। তাকে জায়গা করে দিতে একাদশের বাইরে যেতে পারেন হাসান মাহমুদ।

আজকের এই ম্যাচে টাইগারদের জন্য শুধু সিরিজ জয়ই নয়, বরং ইতিহাস গড়ার হাতছানি। এখন দেখার পালা, লঙ্কা বধ্যভূমিতে জয় উদযাপন করতে পারে কি না বাংলাদেশ। 

বাংলাদেশের সম্ভাব্য দল: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/লিটন দাস/নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

 

মন্তব্য (০)





image

বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই এবার মুখ খুললেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সম্...

image

৫ জনকে বোকা বানিয়ে মেসির সেই বিস্ময়কর গোল!

স্পোর্টস ডেস্কঃ ৩৮ বছর বয়সেও ফুটবল দুনিয়ায় রাজত্ব করে চলেছেন লিওনেল মেসি। বয়স...

image

সেপ্টেম্বরে এশিয়ার যে দেশের বিপক্ষে খেলবে হামজারা

স্পোর্টস ডেস্কঃ গত মাসেই জানা গিয়েছিল ইউরোপের কোনো দেশের সঙ্গে ম্যাচ খেল...

image

এবার বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার শক্তিশালী দল ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে সিরিজ শেষে শ্রীলংকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খে...

image

চতুর্থবারের মতো বাবা হয়েছেন নেইমার

স্পোর্টস ডেস্কঃ ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার চতুর্থবারের মতো বাবা হয়...

  • company_logo