
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বের সেরা তারকাদের মধ্যে একজন হলেন নেইমার জুনিয়র। তার খেলা দেখতে যেমন মুখিয়ে থাকে দর্শকরা। তেমনই তার সঙ্গে দেখা করা কিংবা তার অটোগ্রাফ পাওয়া প্রতিটি ভক্তের স্বপ্ন। তার অটোগ্রাফ যুক্ত কোনো জিনিস সামনে পেলে সবাই লুফে নিতে চাইবে সেটাই স্বাভাবিক।
আর এমনই এক ঘটনা ঘটিয়ে বিপাকে পড়েছেন এক ব্রাজিলিয়ান নাগরিক। নেইমারের অটোগ্রাফ যুক্ত ফুটবল চুরি করে ১৭ বছরের কারাদণ্ড পেয়েছেন তিনি। এই ব্রাজিলিয়ান নাগরিকের নাম হলো নেলসন রিবেইরো ফনসেকা জুনিয়র।
গত সোমবার রাতে ব্রাজিলের সুপ্রিম কোর্ট নেইমারের অটোগ্রাফসহ একটি ফুটবল চুরির অভিযোগে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ব্যারনস নিউজসহ একাধিক গণমাধ্যম।
এই ঘটনাটি ঘটে ২০২৩ সালের ৮ জানুয়ারি। সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের কংগ্রেসে হামলার সময় নেইমারের অটোগ্রাফসহ একটি ফুটবল চুরি করেন রিবেইরো। ফুটবল চুরি ছাড়াও গণতান্ত্রিক শাসনব্যবস্থা সহিংসভাবে বিলুপ্ত করার, অস্ত্রধারী অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকা এবং সরকার পতনের চেষ্টা করার অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে।
রিবেইরো স্বীকার করেছেন, তিনি ফুটবলটি নিয়েছিলেন। এটি নেইমারের শৈশবের ক্লাব সান্তোস ২০১২ সালে কংগ্রেসের নিম্নকক্ষ ‘চেম্বার অব ডেপুটিজ’-কে উপহার হিসেবে দিয়েছিল।
তার আইনজীবীরা দাবি করেন, তিনি দাঙ্গার সময় এটি কংগ্রেসের মেঝেতে পড়ে থাকতে দেখে ‘রক্ষার উদ্দেশ্যে’ তুলে নেন এবং ২০ দিন পর সেটি পুলিশে জমা দেন।
তবে সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস রায় দেন রিবেইরো বিপক্ষে। সেই সঙ্গে তিনি বলেন, সে সরাসরি অংশগ্রহণ করেছেন কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্সিয়াল প্যালেসে হামলা ও ধ্বংসযজ্ঞে। এ ছাড়াও যে ফুটবলটি নিয়েছিলেন, সেটি করিডোরে প্রদর্শনীর জন্য রাখা ছিল এবং তা ছিল যা ব্রাজিলের জনগণের ঐতিহ্যের অংশ।
এই দাঙ্গা সংঘটিত হয়েছিল প্রেসিডেন্ট লুলার শপথগ্রহণের এক সপ্তাহ পর, যিনি ২০২২ সালের অক্টোবরে নির্বাচনে ডানপন্থী বলসোনারোকে সামান্য ব্যবধানে পরাজিত করেছিলেন। বিক্ষোভকারীরা সেনাবাহিনীকে আহ্বান জানায় লুলাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য। এই ঘটনায় রিবেইরো ছাড়াও ৫০০ বেশি ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন।
স্পোর্টস ডেস্কঃ মিয়ানমারকে হারাতেই সম্ভাবনাটা মাথা তুলে দাঁড়িয়েছিল। এরপর...
স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছ...
স্পোর্টস ডেস্কঃ মিয়ানমারের বিপক্ষে আজ ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে আছে বাংলাদ...
স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজেভাবে হের...
স্পোর্টস ডেস্কঃ শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের কথা, ক্রিশ্চিয়ানো রোনালদোর গ...
মন্তব্য (০)