• খেলাধুলা

ব্রাজিলের হয়ে মাঠে ফিরছেন নেইমার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রতিটি দল নিজেদের প্রস্তুতি জোরদার করছে। 

রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে চলতি মাসের শুরুতে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি। 

২০২৩ সালের অক্টোবর মাসে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকেই জাতীয় দলের বাইরে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ২০২৫ সালে নিজের পুরনো ক্লাব সান্তোসে ফিরলেও চোটের কারণে মাঠে ফিরতে পারেননি নিয়মিত। মার্চ ও জুন মাসের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতেও ছিলেন না।

নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে ধারাবাহিকতা খুঁজে পাচ্ছে না ব্রাজিল। অভিজ্ঞ নেতৃত্বের অভাবও চোখে পড়ছে।

নেইমার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। সে আমাদের জাতীয় দলের জন্য, বিশেষ করে বিশ্বকাপের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর সেটা করার জন্য তার হাতে সময় আছে।

কোচ আরও বলেছেন, আমি তাকে বলেছি, যেন ঠিকভাবে নিজেকে তৈরি করে। আমাদের পরিকল্পনায় সে আছে, আমরা চাই সে ব্রাজিলের জন্য আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠুক। 

সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে মাঠে ফিরতে পারেন নেইমার।

মন্তব্য (০)





image

ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ আর অলিম্পিকে খেলার হাতছানি

স্পোর্টস ডেস্কঃ মিয়ানমারকে হারাতেই সম্ভাবনাটা মাথা তুলে দাঁড়িয়েছিল। এরপর...

image

এবার ৬ রানের ব্যবধানে ৭ উইকেট হারানোর ব্যাখ্যা দিলেন মিরাজ

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছ...

image

ঋতুপর্ণার গোলে এগিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ মিয়ানমারের বিপক্ষে আজ ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে আছে বাংলাদ...

image

এবার নেইমারের অটোগ্রাফসহ ফুটবল চুরি

স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বের সেরা তারকাদের মধ্যে একজন হলেন নেইমার জুনিয়...

image

শ্রীলঙ্কার বিপক্ষে দুপুরে মাঠে নামবে মিরাজ বাহিনী

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজেভাবে হের...

  • company_logo