• খেলাধুলা

এবার ৬ রানের ব্যবধানে ৭ উইকেট হারানোর ব্যাখ্যা দিলেন মিরাজ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন মেহেদী হাসান মিরাজ। তবে এই যাত্রাটা ভালো করতে পারেননি এই টাইগার অলরাউন্ডার। ম্যাচ শেষেও শুনিয়েছেন হতাশার গল্প।

বুধবার (২ জুলাই) ম্যাচ প্রেজেন্টেশনে মিরাজ বলেন, শান্ত-তামিম ভালো খেলেছে। শান্তর উইকেটটা ভুল ছিল। মিডলঅর্ডার ভালো খেলেনি। পরপর উইকেট হারানো একটা সমস্যা। ছোট পার্টনারশিপ দরকার ছিল। আমাদের সুযোগ এসেছিল, কিন্তু নিতে পারিনি।

এদিন ১৭ ওভার ওভারের আগেই ২ উইকেটে ১০০ রান। ৩৩ ওভারে তখন টাইগারদের প্রয়োজন ছিল ১৪৫ রান। বাংলাদেশের ১৮ কোটি মানুষ অনেকটাই নিশ্চিত ছিল জয় পাচ্ছে তারা। কিন্তু সমীকরণ বদলে দেয় শান্তর রান আউট।

দলীয় ৯৯ রানে ডাবল নিতে গিয়ে রানআউট হন নাজমুল হোসেন শান্ত। তার উইকেটসহ পরের ৬ উইকেট যায় ৬ রান ব্যবধানে। তবে শান্তর রানআউটে দোষ খুঁজে পাচ্ছেন না দলপতি মিরাজ, দায় দেখছেন মিডলঅর্ডারের ব্যাটারদেরও।

ব্যাটারদের দায় দিলেও বোলারদের দিয়েছেন কৃতিত্ব মিরাজ। তিনি বলেন, উইকেট ভালো ছিল। আমি মনে করি বোলাররা ভালো করেছে, বিশেষ করে ফাস্ট বোলাররা। মিডল ওভারে উইকেট পাইনি। আসালাঙ্কার কৃতিত্ব, সে ভালো খেলেছে। অনেক গরম ছিল। আমাদের দুই বোলারের ক্র্যাম্পও হয়েছে।

শ্রীলঙ্কাকে ২৪৪ রানে আটকে দিয়েছিল বাংলাদেশের বোলাররা। আসালাঙ্কার ১০৬ রান করার দিনে দীর্ঘদিন পর ফেরা তাসকিন আহমেদ ৪৭ রানে তুলে নেন ৪ উইকেট। ৪৫ রানে ৩ উইকেট নেন তানজিম সাকিব। তানভীর ইসলাম ও শান্তর শিকার একটি করে। কিন্তু বাংলাদেশ ১৬৭ রান তুলে ম্যাচ হারে ৭৭ রানে।

 

মন্তব্য (০)





image

ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ আর অলিম্পিকে খেলার হাতছানি

স্পোর্টস ডেস্কঃ মিয়ানমারকে হারাতেই সম্ভাবনাটা মাথা তুলে দাঁড়িয়েছিল। এরপর...

image

ঋতুপর্ণার গোলে এগিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ মিয়ানমারের বিপক্ষে আজ ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে আছে বাংলাদ...

image

এবার নেইমারের অটোগ্রাফসহ ফুটবল চুরি

স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বের সেরা তারকাদের মধ্যে একজন হলেন নেইমার জুনিয়...

image

শ্রীলঙ্কার বিপক্ষে দুপুরে মাঠে নামবে মিরাজ বাহিনী

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজেভাবে হের...

image

আজীবন সৌদি আরবে থাকতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্কঃ শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের কথা, ক্রিশ্চিয়ানো রোনালদোর গ...

  • company_logo