
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে টাইগাররা। সেই লক্ষ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুপুরে মাঠে নামবে মিরাজ বাহিনী।
বুধবার (২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
এই ম্যাচের আগে আলোচনায় টাইগারদের একাদশ। কারণ, চ্যাম্পিয়নস ট্রফির ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। এ ছাড়াও নতুন যুগে পা-রাখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নামবে শান্তরা। তাই একাদশে যে বড় পরিবর্তন আসতে তা অনেকটাই নিশ্চিত।
টাইগারদের ওপেনার হিসেবে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে লিটন দাস পড়ার পর নিজেকে টেস্টে ক্রিকেটে প্রমাণ করেছেন। তাই ওপেনিংয়ে তারপরই ভরসা রাখতে পারেন কোচ ফিল সিমন্স।
তিনে দেখা যাবে সদ্য ওয়ানডে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত। চারে অটোচয়েজ তরুণ তাওহীদ হৃদয়। মুশফিকুর রহিমের জায়গা দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। আর ফিনিশার হিসেবে মাহমুদউল্লাহর জায়গায় দেখা যাবে জাকের আলী।
স্পিন বিভাগে মিরাজের সঙ্গী রিশাদ হোসেন। কারণ, সাতে নেমে ব্যাটিংটাও দুর্দান্ত করেন এই তরুণ ক্রিকেটার। প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট স্পিন সহায়ক হওয়ায় আরও একজন স্পিনারকে একাদশে নিতে পারেন মিরাজ। যেখানে দেখা যেতে তানভীর ইসলামকে।
আর পেস ইউনিটকে নেতৃত্ব দিবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে হিসেবে তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমানের জায়গা অনেকটাই নিশ্চিত।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।
স্পোর্টস ডেস্কঃ মিয়ানমারকে হারাতেই সম্ভাবনাটা মাথা তুলে দাঁড়িয়েছিল। এরপর...
স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছ...
স্পোর্টস ডেস্কঃ মিয়ানমারের বিপক্ষে আজ ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে আছে বাংলাদ...
স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বের সেরা তারকাদের মধ্যে একজন হলেন নেইমার জুনিয়...
স্পোর্টস ডেস্কঃ শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের কথা, ক্রিশ্চিয়ানো রোনালদোর গ...
মন্তব্য (০)