
ছবিঃ সিএনআই
স্পোর্টস ডেস্কঃ ৩৮ বছর বয়সেও ফুটবল দুনিয়ায় রাজত্ব করে চলেছেন লিওনেল মেসি। বয়স যেন শুধুই সংখ্যা তার জন্য। ডিফেন্ডারদের বোকা বানিয়ে একের পর এক দুর্দান্ত গোল করে তিনি বারবার প্রমাণ করে দিচ্ছেন, কেন তিনি বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা।
সাম্প্রতিক এক ম্যাচে মেজর লিগ সকারের দল মন্ট্রিয়েলের বিপক্ষে এমনই এক জাদুকরী মুহূর্ত উপহার দিলেন মেসি। সেই ম্যাচে জোড়া গোল করেন আর্জেন্টাইন তারকা। তার মধ্যে একটি গোল ছিল চোখ ধাঁধানো। যেখানে পাঁচ ডিফেন্ডারকে পরাস্ত করে গোল করেন তিনি। অন্য গোলটিও করেন তিন ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশে।
ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছিল ইন্টার মায়ামি। সেই হতাশা কাটিয়ে মেজর লিগ সকারে ফিরেই দুর্দান্ত খেলল মেসির দল। যদিও ম্যাচের শুরুতেই ভুল ব্যাকপাসে গোল খাওয়ানোর জন্য দায়ী ছিলেন মেসি নিজেই। তার সেই ভুলের সুযোগ নিয়ে ম্যাচের ২য় মিনিটেই মন্ট্রিয়েলের হয়ে গোল করেন প্রিন্স ওয়ুসু।
তবে ভুল শুধরে নিতে সময় নেননি মেসি। ম্যাচের ৪০ মিনিটে ডান প্রান্ত থেকে বল পেয়ে ড্রিবল করে তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ৬২তম মিনিটে। মাঝ মাঠ থেকে বল পেয়ে গতি বাড়িয়ে একে একে পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন মেসি। গোলরক্ষককেও বোকা বানিয়ে বল জালে পাঠান তিনি। এই গোলটি অনেকেই তুলনা করছেন ২০০৭ সালে বার্সেলোনার হয়ে গেটাফের বিপক্ষে করা মেসির ঐতিহাসিক গোলের সঙ্গে।
এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে ১৪ ম্যাচে ১২টি গোল করে ফেলেছেন মেসি। ফুটবল বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে প্রশ্ন উঠছে এই বয়সে কি মেসি খেলবেন আরও একটি বিশ্বকাপ? যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে তার এই ফর্ম দেখে আর্জেন্টাইন সমর্থকরা আবারও আশায় বুক বাঁধছে।
স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সম্...
স্পোর্টস ডেস্কঃ আজ পাল্লেকেলেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে ...
স্পোর্টস ডেস্কঃ গত মাসেই জানা গিয়েছিল ইউরোপের কোনো দেশের সঙ্গে ম্যাচ খেল...
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে সিরিজ শেষে শ্রীলংকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খে...
স্পোর্টস ডেস্কঃ ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার চতুর্থবারের মতো বাবা হয়...
মন্তব্য (০)