
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার চতুর্থবারের মতো বাবা হয়েছেন। তার ও ব্রুনা বিয়ানকার্দির ঘর আলো করে এসেছে তাদের দ্বিতীয় কন্যাসন্তান। শনিবার (৫ জুলাই) সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম হয় কন্যাসন্তান মেলের।
মেলের আগে গত ২০২৩ সালে নেইমার-বিয়ানকার্দি দম্পতির প্রথম কন্যাসন্তান মাভির জন্ম হয়।
নেইমারের কোলে মাভি ও নিজের কোলে ছোট্ট মেলের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে বিয়ানকার্দি লিখেছেন, ‘আমাদের প্রিয় এসেছে, আমাদের জীবন এখন আরো সম্পূর্ণ ও মধুর হয়েছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বর তোমার জীবনে আশীর্বাদে ভরে তুলুক এবং সব খারাপ থেকে তোমাকে রক্ষা করুন। তোমার সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!’
প্রেমিকা-সন্তানের সঙ্গে থাকতেই সান্তোসের কাছ থেকে ছুটি নেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা ও বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান হলেও নেইমারের চতুর্থ।
৩৩ বছর বয়সী স্ট্রাইকার প্রথম বাবা হন ২০১১ সালে। তার প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাসের গর্ভে জন্ম নেয় পুত্র দাভি লুকা। কারোলিনার সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও পুত্র লুকা সাবেক বার্সেলোনা ও পিএসজির তারকার সঙ্গেই থাকেন।
এর বাইরে ব্রাজিলিয়ান মডেল ও ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির গর্ভেও নেইমারের সন্তান রয়েছে।
গত বছর কন্যাসন্তানের জন্ম দেন কিম্বার্লি। নেইমারের দ্বিতীয় কন্যাসন্তানের নাম হেলেনা। এবার মেল আসায় তিন কন্যা ও এক পুত্রের বাবা নেইমার।
স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সম্...
স্পোর্টস ডেস্কঃ আজ পাল্লেকেলেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে ...
স্পোর্টস ডেস্কঃ ৩৮ বছর বয়সেও ফুটবল দুনিয়ায় রাজত্ব করে চলেছেন লিওনেল মেসি। বয়স...
স্পোর্টস ডেস্কঃ গত মাসেই জানা গিয়েছিল ইউরোপের কোনো দেশের সঙ্গে ম্যাচ খেল...
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে সিরিজ শেষে শ্রীলংকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খে...
মন্তব্য (০)