• রাজনীতি

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না : মির্জা ফখরুল

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সোনাহার এলাকায় এক পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই একসাথে থাকলে কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, এই দেশ আপনাদের, এখানে ভয় বা শঙ্কার কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্তে ভোট দেবেন। বিএনপি আপনাদের পাশে আছে, ছিল এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সোনাহার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা শেখ হাসিনাকে বারবার বলেছিলাম, এভাবে অত্যাচার-নির্যাতন করলে একদিন পালানোর পথ খুঁজে পাবেন না। আজ তিনি পালিয়ে বেঁচে গেলেও যারা আওয়ামী লীগ করতেন, তারা তো এই দেশেরই মানুষ— তাদের বাড়িঘর এখানেই। ফলে এখন তারা ভয় ও শঙ্কার মধ্যে রয়েছে।

বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ভয়ের কোনো কারণ নেই। আপনাদের কেউ কোনো ক্ষতির শিকার হবেন না। বিএনপি কখনো আপনাদের ছেড়ে যায়নি, ভবিষ্যতেও যাবে না।

তিনি আরও বলেন, বর্তমানে নতুন একটি দল মাঠে এসেছে, কিন্তু তরুণ প্রজন্ম ভালো-মন্দ বিচার করতে জানে। তারা বোঝে কোন দল পরীক্ষিত ও জনগণের পাশে থাকে। আমরা বহুবার নির্বাচনে অংশ নিয়েছি, হেরেছি তবুও আপনাদের ছেড়ে যাইনি। আমি নিজে ১৯৯১ সাল থেকে রাজনীতি ও নির্বাচনের সঙ্গে যুক্ত। বহুবার পরাজিত হয়েছি, কিন্তু মানুষের পাশেই ছিলাম।

ক্ষমতায় এলে এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ ও হিন্দু সম্প্রদায়ের মন্দির সংস্কার করা হবে। পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষকদের হাতে কৃষি কার্ড এবং মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

মন্তব্য (০)





image

ক্ষমতায় গেলে দেশে নতুন শিল্প আনবো, মা-বোনদের কর্মসংস্থান ...

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ন...

image

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান তারেক র...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : অবশেষে ময়ম...

image

‎নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ

নিউজ ডেস্কঃ ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয়...

image

২২টি হাত আমরা একত্রিত হয়েছি: জামায়াত আমির

নিউজ ডেস্ক : জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে ১১ট...

image

একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়: ত...

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্র...

  • company_logo