• বিনোদন

আদালতে কেন ঘুরছেন সামিরার ক্রিকেটার স্বামী ইশতিয়াক

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : হাইকোর্টে আজ মঙ্গলবার আগাম জামিন চাওয়ার কথা ছিল চিত্রনায়ক সালমান শাহকে হত্যা মামলার আসামি সামিরা হকের। সকালে আপিল বিভাগে তাকে দেখা না গেলেও তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ হাইকোর্টে এসে এ বিষয়ে বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেন।

ইশতিয়াক সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক। ২০২১ সালের ১৫ জুলাই সামিরা হকের সঙ্গে তার বিয়ে হয়। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর সাবেক স্ত্রী হিসেবে পরিচিত সামিরার এটি তৃতীয় বিয়ে।

জানা যায়, সকাল ৯টার দিকে আপিল বিভাগে বসে থাকতে দেখা যায় সামিরা হকের বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদকে। এ সময় বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে, সালমান শাহের সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। তার রহস্যজনক মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা, হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

গত ২০ অক্টোবর, মধ্যরাতে রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এ মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক।

অন্য ১০ আসামিরা হলেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।

 

মন্তব্য (০)





image

লম্বা বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন আনুশকা

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশক...

image

অডিশনের সেই অপ্রীতিকর ঘটনা এখনো ভুলতে পারেননি মৌনী রায়

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মৌনী রায় বিনোদন দুনিয়ার উজ্জ্বল আলোর নিচ...

image

পরী, তুমি আমাকে লোকদেখানো পার্টিতে এনে অপমান না করলেও পার...

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী পরীমনি এবারের নিজের জন্মদিনের অনুষ্ঠানকে...

image

ভুল বোঝাবুঝি হওয়ায় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে: তাহসান

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে নিজের গান দিয়ে ভক্তদের মুগ্ধ কর...

image

ওই ক্লিপে আমি ছিলাম না: তানজিন তিশা

বিনোদন ডেস্ক : বড় বাজেটের ছবি ‘সোলজার’–এ শাকিব খানের ব...

  • company_logo