• বিনোদন

পরী, তুমি আমাকে লোকদেখানো পার্টিতে এনে অপমান না করলেও পারতে: প্রসূণ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী পরীমনি এবারের নিজের জন্মদিনের অনুষ্ঠানকে যেন বানিয়ে দিলেন আলোচনার নতুন নাট্যমঞ্চ হিসাবে। সুদূর মালয়েশিয়া সফর, লম্বা আয়োজনে কেক কাটার ধুম— সব মিলিয়ে তার জন্মদিনের উৎসব চলেছে টানা দুই সপ্তাহেরও বেশি সময়। কিন্তু পরীমনির এই কথিত ‘লোকদেখানো পার্টিতেই’ এবার এক অপ্রীতিকর অভিজ্ঞতার শিকার হয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ। 

প্রসূন আজাদই সম্ভবত পরীমনির এসব আয়োজনকে লোকদেখানো বলে সরাসরি অভিহিত করলেন। তবে পরীমনির এই পার্টিগুলোকে অনেক দিন ধরেই ‘লোকদেখানো’ বলে দাবি করে আসছিলেন নেটিজেনদের একটি অংশ।

সামাজিক মাধ্যমে খোলামেলা মনোভাবের জন্য পরিচিত প্রসূন আজাদ এবার মুখে লাগাম না দিয়েও পারলেন না। সম্প্রতি পরীমনির জন্মদিনের আমন্ত্রণে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তার, তা সরাসরি জানিয়ে দিলেন সামাজিক মাধ্যম ফেসবুকে। তার পোস্ট থেকেই পরিষ্কার— অভিনেত্রীর এই জাঁকজমকপূর্ণ পার্টি বাইরে থেকে ঝলমল করলেও অতিথিদের প্রতি সম্মান দেখানোর জায়গায় ছিল বড় ঘাটতি।

সামাজিক মাধ্যমে প্রসূন আজাদ লিখেছেন, 'পরীমনি' মানুষের দাওয়াত দেয়, মানুষ যায়। যাওয়ার পর অনেকগুলো সান্ডা-পান্ডা লোক দাঁড়িয়ে থাকে। যারা আপনার হাঁটার রাস্তা আটকে জিজ্ঞেস করবে— আপনি কে?

পরীমনির আয়োজনে থাকা নিরাপত্তাকর্মীদের আচরণকে সরাসরি অপমানজনক বলেও মন্তব্য করেন অভিনেত্রী। প্রসূন আজাদ বলেন, পরীমনি হয়তো জানে না, তার নাম রৌশন করতে যত লোক সে টাকা খরচ করে রেখেছে, তারা মূলত গেস্টদের অপমান করার কাজই করছে। এই সান্ডাদের কালো রঙের গেঞ্জি-প্যান্ট না পরিয়ে হাতে একটা কাগজ আর কলম ধরিয়ে দিলে বরং খরচ কম হতো, আর অতিথিদেরও অসম্মান হতো না।

অভিনেত্রী বলেন, আমি মিডিয়ার কারও দাওয়াতে যাই না। মেট্রো, রিকশা পেরিয়ে অনেক কষ্ট করে গিয়েছিলাম। কারণ সে আমার পছন্দের মানুষ। পরী, তুমি আমাকে লোকদেখানো পার্টিতে ডেকে এদের দিয়ে না জিজ্ঞেস করালেও পারতে— আমি কে?

প্রসূন আজাদ বলেন, আমি কে— এটা নিয়ে কথা বলার মতো মানুষ আমি এখনো হতে পারিনি। তাই তোমার সান্ডা-পান্ডাদের নিজের নামটা বলতে পারিনি। বাট আই কেইম, এন্ড লেফট। সি ইউ আদার টাইম, সাম হোয়ার এলস।

 

মন্তব্য (০)





image

লম্বা বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন আনুশকা

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশক...

image

অডিশনের সেই অপ্রীতিকর ঘটনা এখনো ভুলতে পারেননি মৌনী রায়

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মৌনী রায় বিনোদন দুনিয়ার উজ্জ্বল আলোর নিচ...

image

ভুল বোঝাবুঝি হওয়ায় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে: তাহসান

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে নিজের গান দিয়ে ভক্তদের মুগ্ধ কর...

image

ওই ক্লিপে আমি ছিলাম না: তানজিন তিশা

বিনোদন ডেস্ক : বড় বাজেটের ছবি ‘সোলজার’–এ শাকিব খানের ব...

image

দীর্ঘ বিরতি শেষে আবারও নাটকে হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির ‘মুক পেয়ার হুয়া...

  • company_logo