• বিনোদন

গৌরীকে প্রথম দেখেই যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন শাহরুখ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের রোববার (২ নভেম্বর) ছিল ৬০তম জন্মদিন। ৬০-এ পা দিয়েই সেলিব্রেট করেছেন কিং খান। অভিনেতার ফিল্মি ক্যারিয়ারে বিতর্ক হাতেগোনা। বিশেষত তার ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে কোনো দিন বিতর্ক মাথাচাড়া দেয়নি। শুধুমাত্র দেশি গার্ল প্রিয়াংকা চোপড়ার পর্ব বাদ দিলে আর কোনো কো-স্টারের সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জনও শোনা যায়নি।

এর আগে ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ের পর্ব সেরে ফেলেন শাহরুখ খান ও গৌরী খান। ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও শাহরুখের হাতটা শক্ত করে ধরেছিলেন গৌরী। কোনোরকম গসিপকে নিজেদের সম্পর্কের মাঝের দেয়াল হতে দেননি তারা। বলিপাড়ায় এককথায় শোনা যায়— বলিউডের ‘পাওয়ার কাপল’ শাহরুখ খান ও গৌরী খান। আরিয়ান খান, সুহানা খান, আব্রামকে নিয়ে সুখের সংসার তাদের।

১৯৯২ সালে স্টারডাস্ট ম্যাগজিনের এক আর্টিকেলে শাহরুখ জানিয়েছিলেন, গৌরী তার জীবনজুড়ে রয়েছেন। এবং গৌরীর জন্য অভিনয় ক্যারিয়ার পর্যন্ত ছাড়তে পারেন তিনি। শাহরুখ আরও বলেছিলেন, আমার কাছে আমার স্ত্রী সবার আগে। যদি কোনো দিন কেউ আমাকে গৌরী এবং নিজের ক্যারিয়ারের মধ্যে একটা বেছে নিতে বলেন— আমি এক মিনিটও না ভেবে গৌরীকেই বেছে নেব। হয়তো আমি পাগল হয়ে যাব, কিন্তু শুধু ওর জন্যই আমি এটা করতে পারি। আমার কাছে গৌরীই সব।

বেশ কয়েকটা প্রজন্ম যাকে দেখে প্রেম করতে শিখল, তার প্রেমের গল্পটা ঠিক এ রকমই ছিল? বলিউডের আদর্শ দম্পতি বলতে প্রথম যে নাম মাথায় আসে তা অবশ্যই শাহরুখ-গৌরী। তিন দশকেরও বেশি সময় ধরে সুখী গৃহকোণ এ তারকা দম্পতির। ক্যারিয়ারের একদম শুরুর দিনে গৌরীর সঙ্গে সাতপাক ঘুরেছিলেন শাহরুখ খান। তবে তাদের প্রেমের কাহিনিটা আরও পুরোনো ছিল। 

আপনি জানেন কি শাহরুখের জীবনের প্রথম ক্রাশও ছিলেন গৌরী খান। হ্যাঁ, ১৮ বছরের শাহরুখ প্রেমে পড়েছিলেন বছর ১৪ বছরের গৌরীর সঙ্গে। দুজনের মধ্যে সামাজিক ব্যবধান ছিল অনেকটা, ধর্মের ফারাকও ছিল; কিন্তু কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি এ সম্পর্কে। 

১৯৮৪ সালে দিল্লিতে এক পার্টিতে প্রথম পরিচয় হয় শাহরুখ-গৌরীর। প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম। প্রথম দর্শনেই শাহরুখ জেনে গিয়েছিলেন, গৌরীর সঙ্গে বাকি জীবনটা কাটাতে চান তিনি। 

রজত শর্মার ‘আপ কি আদালত’ শো-তে গিয়ে নিজের প্রেমকাহিনির বেশ কিছু অজানা দিক প্রকাশ্যে আনেন বাদশাহ। তিনি বলেন, গৌরীকে দেখেই তার মনে হয়েছিল— 'এই মেয়েটাই আমার চাই’। পাশাপাশি গৌরীই তার জীবনে আসা প্রথম মেয়ে যে তিন সেকেন্ড সময় নিয়ে তার সঙ্গে কথা বলেছিল। আর গৌরীর এই আচরণেই মুগ্ধ হয়ে শাহরুখ সিদ্ধান্ত নিয়েছিলেন— এই মেয়েটার সঙ্গে আমি আজীবন থাকতে চাই।

রজত শর্মার শো-তে এক দর্শক শাহরুখের কাছে প্রশ্ন রেখেছিলেন নায়কের প্রথম ক্রাশকে নিয়ে। জবাবে অভিনেতা বলেন, আমার প্রথম ক্রাশ তো গৌরীই ছিল। ওর তখন ১৪ আর আমার ১৮। 

তিনি বলেন, আমি দিল্লির একটা পার্টিতে ওকে দেখি। ও ছিল প্রথম মেয়ে যে তিন সেকেন্ডের জন্য আমার সঙ্গে কথা বলে। আমি তো এ আচরণেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। পাঞ্জাবিতে একটা কথা আছে না— ইয়ি কুরি লেনি হ্যায় (এই মেয়েটাকেই চাই)।

 

মন্তব্য (০)





image

লম্বা বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন আনুশকা

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশক...

image

অডিশনের সেই অপ্রীতিকর ঘটনা এখনো ভুলতে পারেননি মৌনী রায়

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মৌনী রায় বিনোদন দুনিয়ার উজ্জ্বল আলোর নিচ...

image

পরী, তুমি আমাকে লোকদেখানো পার্টিতে এনে অপমান না করলেও পার...

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী পরীমনি এবারের নিজের জন্মদিনের অনুষ্ঠানকে...

image

ভুল বোঝাবুঝি হওয়ায় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে: তাহসান

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে নিজের গান দিয়ে ভক্তদের মুগ্ধ কর...

image

ওই ক্লিপে আমি ছিলাম না: তানজিন তিশা

বিনোদন ডেস্ক : বড় বাজেটের ছবি ‘সোলজার’–এ শাকিব খানের ব...

  • company_logo