• বিনোদন

‎সালমান শাহ হত্যার আসামিদের ফোন ট্র্যাকিং হচ্ছে: পুলিশ

  • বিনোদন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের অমর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য আজও জট খুলতে পারেনি। দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। নায়কের মা নীলা চৌধুরী সেই থেকে এখনও লড়ে যাচ্ছেন ছেলের ন্যায় বিচারের জন্য।

‎সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ।

‎রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, ‘সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া কয়েকজন দেশের বাইরে আছেন। যারা দেশে আছেন তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। শিগগির অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

‎নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার ১১ নম্বর আসামি রেজভী আহমেদ ফরহাদ। এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালের রেজভীর দেয়া একটি জবানবন্দি।

‎ওই জবানবন্দিতে রেজভী সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন, ‘আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম।’

‎১৯৯৭ সালের ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজভী আরও জানান, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক হত্যার চুক্তি। যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ।

‎সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

মন্তব্য (০)





image

লম্বা বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন আনুশকা

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশক...

image

অডিশনের সেই অপ্রীতিকর ঘটনা এখনো ভুলতে পারেননি মৌনী রায়

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মৌনী রায় বিনোদন দুনিয়ার উজ্জ্বল আলোর নিচ...

image

পরী, তুমি আমাকে লোকদেখানো পার্টিতে এনে অপমান না করলেও পার...

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী পরীমনি এবারের নিজের জন্মদিনের অনুষ্ঠানকে...

image

ভুল বোঝাবুঝি হওয়ায় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে: তাহসান

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে নিজের গান দিয়ে ভক্তদের মুগ্ধ কর...

image

ওই ক্লিপে আমি ছিলাম না: তানজিন তিশা

বিনোদন ডেস্ক : বড় বাজেটের ছবি ‘সোলজার’–এ শাকিব খানের ব...

  • company_logo