• লিড নিউজ
  • শিক্ষা

‎রাতেই জাকসুর ফল ঘোষণা করা হবে: নির্বাচন কমিশনার

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল রাতের রাতের মধ্যেই দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

‎শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‎প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট গণনা শেষ করে রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। তবে, সেটার নির্দিষ্ট সময় নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাতের শেষভাগেও করা হতে পারে।

‎তিনি বলেন, দ্রুত ভোট গণনার জন্য জনবল বৃদ্ধি করা হয়েছে। প্রার্থীদের এজেন্টের সামনে স্বচ্ছতা বজায় রেখে ভোট গণনা করা হচ্ছে। নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট নেই এমন কাউকে ভোট গণনায় রাখা হয়নি।

‎এর আগে, জাবির উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, মেশিনে ভোট গণনার কথা থাকলেও একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তা স্থগিত করা হয়। এ অবস্থায় নির্বাচন সংশ্লিষ্টদের ম্যানুয়ালি ভোট গণনা করতে হচ্ছে, এতে অমানবিক পরিশ্রম হচ্ছে। আপনাদের কষ্টের কথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস হয়ে থাকবে।

‎তিনি আরও বলেন, ডাকসু হয়েছে, জাকসু হচ্ছে। এর মাধ্যমে ২৪-এর যে গণআকাঙ্ক্ষা ছিল সেটা পরিপূর্ণ হবে। আমি বিশ্বাস করি, সেই চেতনার জায়গা থেকে আপনারা অতিরিক্ত পরিশ্রম করে যাচ্ছেন। 

‎কামরুল আহসান বলেন, জাকসুর সভাপতি হিসেবে আমি এখানে আশপাশেই অবস্থান করছি। আমি শারীরিকভাবে আপনাদের কোনও কাজ করে দিতে পারছি না, কিন্তু আমি হৃদয় দিয়ে আপনাদের পাশে আছি। 

‎উল্লেখ্য, প্রায় ৩৩ বছর পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেলে ৫টা পর্যন্ত। তবে, ভোটগ্রহণের ২৪ ঘণ্টা পার হলেও এখনও ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন।

‎এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ভোটার ছিল ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। একজন ভোটার ভোট দেবেন ৪০টি করে। কেন্দ্রীয় সংসদে ২৫টি এবং হল সংসদে ১৫টি পদে।

মন্তব্য (০)





image

ঢাবির ক্যান্টিন-দোকানকে হল ভিপি-জিএসের জরিমানা, যা বললেন ...

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জহুরুল হক হলের টিনশেডের ক্যান্ট...

image

‎রাকসু নির্বাচন: নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের প্রচার...

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ...

image

‎বিনামূল্যে প্রাথমিকের পাঠ্যবই, ছাপার দায়িত্বে থাকছে না এ...

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিট...

image

রাণীনগরে শিক্ষার্থীদের সাইকেল গ্যারেজ ভেঙ্গে দোকান ঘর নির...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পারইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষ...

image

রাকসু হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত...

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে মোট ৪২ ...

  • company_logo