• সমগ্র বাংলা

গৌরীপুরে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে বিএনপি কর্মীকে হত্যার হুমকির অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৩ (গৌরীপুর) সংসদীয় আসনে নির্বাচনী উত্তাপের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও তার ভাইয়ের বিরুদ্ধে এক বিএনপি কর্মীকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মামুন আল-আমিন আজ শনিবার (৩১ জানুয়ারি) সহকারী রিটার্নিং অফিসার ও গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মামুন আল-আমিন মইলাকান্দা ইউনিয়নের ডেংগা গ্রামের নওয়াব আলীর ছেলে এবং ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। তিনি এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।

লিখিত অভিযোগে মামুন জানান, গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১২:৪০ মিনিটে 'ঘোড়া' মার্কার স্বতন্ত্র প্রার্থী আহম্মেদ তায়েবুর রহমান হিরণ তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রার্থী হিরণ তাকে বলেন, "তোকে কুপিয়ে চাক চাক করে কলিজা বের করে দেখব তা কত বড় হয়েছে।" এছাড়া তাকে ওই দিনই গৌরীপুর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, অন্যথায় যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যার হুমকি দেওয়া হয়।

ঘটনার এখানেই শেষ নয়; মামুন আল-আমিন আরও অভিযোগ করেন যে, ৩০ জানুয়ারি দিবাগত রাতে স্বতন্ত্র প্রার্থীর সহোদর ছোট ভাই এবং শুভ্র হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুদ পারভেজ কার্জনও তাকে ফোন করে হুমকি দেন। মামুন জানান, কার্জন তাকে ফোন করে বলেন, "তোর একটা পা ধরে আরেকটা পা টান দিয়ে ছিঁড়ে ফেলব।"

এই ঘটনার পর থেকে মামুন আল-আমিন ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে জানানো হয়েছে। ক্রমাগত হুমকির মুখে ধানের শীষের পক্ষে তার নির্বাচনী প্রচার-প্রচারণা ব্যাহত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ভুক্তভোগী মামুন আল-আমিন সহকারী রিটার্নিং অফিসারের কাছে নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী আহম্মেদ তায়েবুর রহমান হিরণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী আহম্মেদ তায়েবুর রহমান হিরণ জানান, মামুন আল-আমিন তার এলাকারই বাসিন্দা। তিনি বলেন,"তার বিষয়ে ২-৩ দিন পূর্বে একটি বিচ্ছিন্ন ঘটনার কথা শুনে আমার নির্বাচনী কর্মী হিসেবেই তাকে শাসন করেছি। পরবর্তীতে জানতে পারি সে অন্য কোথাও চলে গেছে। আর ধানের শীষের প্রার্থীর লোক জানলে তার সাথে কথা বলার প্রশ্নই আসত না। তাকে যতটুকু শাসন করেছি, আমার নির্বাচনী কর্মী হিসেবেই করেছি।" এদিকে, অভিযুক্ত মাসুদ পারভেজ কার্জনের মুঠোফোন বন্ধ থাকায় তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আফিয়া আমীন পাপ্পা বলেন, লিখিত অভিযোগটি অফিসার ইনচার্জ গৌরিপুরকে তদন্তপূর্বক ব্যাবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। 

এবিষয়ে গৌরিপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের নগরকান্দায় তরুণদের মুখোমুখি বিএনপি প্রার্থী শা...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় তরুণদের মুখোমুখি হ...

image

পাবনায় রাস্তার পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় রাস্তার পাশ থেকে পাবর্তী ...

image

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী কার্যালয়ে জামায়াতে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ৬ ( বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়া...

image

সাতকানিয়ায় শঙ্খ নদে জামায়াতের নেতা-কর্মীদের নৌকাডুবি, ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম...

image

মানিকগঞ্জে লিগ্যাল এইড অধ্যাদেশ ২০২৫ এর মাঠ পর্যায়ে প্রয়ো...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : দ্বন্দ্বে কোনো আনন্দ নেই, আপোষ ক...

  • company_logo