ছবিঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও সাউথইস্ট ইউনিভার্সিটি কমিটির সদস্য সচিব রানা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও চরিত্রহননের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে-সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিবার।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ভেরিফ্রাইড পেইজ থেকে এ প্রতিবেদন জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে রানা সরকারকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর ছবি ও গুজব ছড়াচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে সামাজিকভাবে হেনস্তা করার পাশাপাশি তার নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, রানা সরকার কখনোই আওয়ামী লীগ বা তার কোনো সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবেই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেন এবং মহাখালী-তেজগাঁও অঞ্চলে আন্দোলনের সম্মুখ সারিতে থেকে সক্রিয় ভূমিকা রাখেন।
গাজীপুরের আন্দোলনেও তিনি অংশ নিয়ে আহত হন। পাশাপাশি, ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগ নিষিদ্ধকরণ ও রাষ্ট্র সংস্কারমূলক কর্মসূচিতে তার অবদান রয়েছে বলেও উল্লেখ করা হয়।
সংগঠনের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুরোনো ও সম্পাদিত ছবি ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি ফেসবুক আইডিতে বট অ্যাটাক ও হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে, যা স্পষ্টতই সাইবার অপরাধের শামিল।
এ পরিস্থিতিতে তিনটি দাবি উত্থাপন করা হয়েছে-
১. রানা সরকারের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও সহিংস উসকানি অবিলম্বে বন্ধ করতে হবে। ২. তার জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নিতে হবে। ৩. যারা গুজব ছড়ানো ও সাইবার অপরাধে যুক্ত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
সংগঠনের মুখ্য সংগঠক ওমর ফারুক যুবরাজ বলেন, “একজন আন্দোলনকারীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার এই প্রচেষ্টা জুলাইয়ের চেতনার পরিপন্থী। আমরা বিশ্বাস করি, কোনো অপশক্তিই সত্যকে দীর্ঘদিন চাপা দিতে পারবে না।”
তিনি আরও বলেন, একজন বিপ্লবীর সম্মান ও নিরাপত্তা রক্ষা করা কেবল সংগঠনের নয়, পুরো সমাজের নৈতিক দায়িত্ব।
পাবনা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পা...
বেনাপোল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় ফসলের ...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রকাশ্য...

মন্তব্য (০)