ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ করে এলাকায় ত্রাস সৃষ্টিকারী এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান। এর আগে একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে সোনারগাঁ উপজেলার পাঁচানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মাইনুল ইসলাম জিয়া (২৫)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ করতে দেখা যায়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ পাঁচানী এলাকায় অভিযান চালায়। অভিযানে পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের অন্যতম প্রধান অভিযুক্ত মাইনুল ইসলাম জিয়াকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, গ্রেপ্তারের সময় জিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, তিনটি চাপাতি এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেন জানান তিনি।
পাবনা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পা...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্র...
বেনাপোল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় ফসলের ...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের...

মন্তব্য (০)