ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত অপরাধী মিঠু পাঠানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। একই অভিযানে ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।
পুলিশ জানায়, ৩০ জানুয়ারি রাতে প্রাণ আরএফএল কোম্পানির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মূলগাঁও এলাকায় মো. হক সাব (২৪) নামে এক যুবককে অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। অপহরণকারীরা তাকে কাঠবাগানে নিয়ে গিয়ে প্রথমে ২০ হাজার টাকা দাবি করে। পরে তার কাছ থেকে থাকা ৪ হাজার টাকা নিয়ে আরও ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে চাপ দেয়। প্রাণভয়ে ভুক্তভোগী তার স্ত্রীকে ফোন করে টাকা পাঠানোর ব্যবস্থা করেন।
এ ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। ৩১ জানুয়ারি গভীর রাতে দেওপাড়া এলাকার সেভেন রিংস কোম্পানির সামনে থেকে জাহিদ হাসান ও তামিম (১৯) এবং সাগর (২৫) নামে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের হেফাজত থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে আরও অভিযান চালিয়ে মূলগাঁও এলাকা থেকে চক্রের অন্যতম সদস্য মিঠু পাঠান (৪০) এবং ঘোনাপাড়া এলাকা থেকে কনক মিয়াকে (২১) গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শনিবার (৩১ জানুয়ারি) কালীগঞ্জ থানায় মামলা (নম্বর ৩২) দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৬৫, ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শীর্ষ অপরাধী মিঠু পাঠানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদকসহ মোট ১৭টি মামলা রয়েছে। অপর আসামি কনক মিয়ার বিরুদ্ধেও ডাকাতি, চুরি ও অপহরণ মামলার তথ্য রয়েছে।
এদিকে পৃথক অভিযানে কালীগঞ্জের পানজোড়া এলাকা থেকে ইয়াবাসহ সানি মিয়া (২২) ও জাহিদুল (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে কমিশনার (ভূমি) সহকারী জাকিযা সরওয়ার লিমা তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত ও পুলিশ জানায়, এলাকায় অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ত্রয়...
বগুড়া প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে যুবদলের প্...
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় দাঁড়িপাল্লা মার্ক...
পাবনা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পা...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্র...

মন্তব্য (০)