ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় দাঁড়িপাল্লা মার্কার মিছিলে হামলা করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে। ৩০ তারিখ শুক্রবার রাতে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের বাজে মানকোন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দের দাঁড়িপাল্লা মার্কার মিছিলে হামলা করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় জামায়াতের ওই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিসহ ৫ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতরা মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সহকারী রিটার্নিং অফিসার ও মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছে বড়গ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাঃ মামুনুর রশিদ।
অভিযোগ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, জামায়াতে ইসলামী ২নং বড়গ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে ৬নং ওয়ার্ডে একটি মিছিল বের হয়ে বাজে মানকোন (বাজিত খোড়ার বাড়ির সামনে) পৌছলে সেখানে আগে থেকেই উৎপেতে থাকা বিএনপি কর্মী মোঃ হরুন অর রশিদ, আকরাম হোসেন, জাহাঙ্গীর আলম, আনছর আলী, রিয়াজুল ইসলাম, রোমান মিয়া, আব্দুস সালামসহ একটি সংঘবদ্ধ দল বাঁশের লাঠি সোটা নিয়ে মিছিলকারীদের ওপর হামলা করে। এতে মিছিলে অংশ নেওয়া বড়গ্রাম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, জামায়াতকর্মী মোঃ মঞ্জুুরুল ইসলাম, দাউদ আলী, খালিদ রায়হান, মোঃ আব্দুল কাদির আহত হন। আহতরা মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তাগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ মোজাহিদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বড়গ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন আহমেদ বাবুল জানান, হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। জামায়াতের মিছিলের খবর পেয়ে আমি নেতাকর্মীদের বলে দিয়েছি আজকে ওই ওয়ার্ডে আমাদের কোন কর্মকান্ড নেই। তিনি জামায়াত কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন জামায়াত মিছিল শুরুর আগেই আমাদের এক যুবদলের কর্মীকে মেরেছে। পরবর্তীতে তারা মূল মিছিল নিয়ে বিএনপির অফিসে এসে আমাদের ৫/৬ জন লোককে আহত করেছে।
এব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান জানান, মিছিলে হামলার ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তারা অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সহকারী রিটার্নিং অফিসার ও মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র জানান, অভিযোগ এখনও আমার হাতে পৌছেনি। তবে অভিযোগ হয়েছে আমি জেনেছি ওসি সাহেবের মাধ্যমে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ত্রয়...
বগুড়া প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে যুবদলের প্...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে এক যুবককে অপহরণ...
পাবনা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পা...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্র...

মন্তব্য (০)