• সমগ্র বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী কার্যালয়ে জামায়াতের হামলা ভাংচুর, ২জন আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ৬ ( বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট,  হাকিমপুর) আসনের নবাবগঞ্জের পুটিমারি ইউনিয়নের দোলারদর্গায় বিএনপির নির্বাচনী প্রচার কার্যালয়ে টেবিল-চেয়ার ভাংচুর করাসহ ব্যানার ছিড়ে তছনছ করেছে জামায়াতে ইসলামীর প্রার্থীর কর্মীরা। এসময় বিএনপি কার্যালয়ে অবস্হারত দুজন বিএনপি কর্মীকে লাঞ্ছিত করেছে তারা। আজ শনিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটানো হয়েছে।

নবাবগঞ্জ থানার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী জানান, আজ বিকালে দোলারদর্গা নির্বাচনী কার্যালয় থেকে বিএনপির স্হায়ী কমিটির সদস্য এমপি প্রার্থী ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেনের কর্মীরা ধানের শীষ মার্কার পক্ষে নির্বাচনী প্রচার মিছিল বের করেছিল। মাগরিবের নামাজের পর বিএনপির ওই কার্যালয় সংলগ্ন স্হানে নির্বাচনী পথসভা শুরু করেছিল জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামের দাড়িপাল্লার কর্মীরা। এসময় বিএনপির নির্বাচনী কার্যালয়ে চলা প্রচার মাইক বন্ধ অথবা ভলিউম কমবেশীর বিষয় নিয়ে জামায়াতকর্মীরা বিএনপির কর্মীদের সাথে বাকবিতন্ডায়  জড়িয়ে পড়ে। এক পর্য্যায়ে বিএনপির দুই কর্মীকে লাঞ্ছিত করে তারা। কার্যালয়ে চড়াও হয়ে চেয়ার টেবিলসহ ব্যানার তছনছ করেছিল। 

সহকারি রিটানিং কর্মকর্তা  উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান জানান, 

পরিস্হিতি নিয়ন্ত্রণসহ এলাকায় অবস্হান নিয়েছে সেনা বিজিবি পুলিশসহ আনছার সদস্যরা। পাশাপাশি যে কোন উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে টহল জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ওই দুই কর্মকর্তা।

মন্তব্য (০)





  • company_logo