• সমগ্র বাংলা

আল্লাহ‌কে নি‌য়ে কটু‌ক্তি মা‌নিকগ‌ঞ্জে বাউল শিল্পী আবুল সরকার কারাগা‌রে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক নজরুল ইসলাম এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আবুল খায়ের।

কারাগারে যাওয়া আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা। তিনি এলাকায় বাউল শিল্পী ছোট আবুল সরকার নামে পরিচিত।

আদালত পুলিশের পরিদর্শক আবুল খায়ের বলেন, সন্ধ্যায় আবুল সরকারকে আদালতে হাজির করা হলে বিচারক স্বীকারোক্তি মূলক জবানবন্দি নিয়ে তাকে কারাগারে পাঠান। বিচার গানের আসরে আল্লাহ, কোরআন ও ইসলাম নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে জনপ্রিয় বাউল বিচার গানের শিল্পী ও বাউল সম্রাট খ্যাত মহারাজ আবুল সরকারকে বৃহস্প্রতিবার ভোরে মাদারীপুর থেকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাকে নেওয়া হয়।

এ ঘটনায় ঘিওর থানায় তার বিরুদ্ধে মামলা করেন আব্দুল্লাহ নামের এক ব্যক্তি।এর আ‌গে গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুর ইউনিয়নের জাবরা বাজারে খালা পাগলীর বাৎসরিক ওরশ ও মেলায় বিচার গানের আসরে তিনি ইসলাম, আল্লাহর সৃষ্টি এবং কোরআনের আয়াত নিয়ে কটূক্তি করে বলে অভিযোগ পাওয়া যায়।

এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার মুখে পড়ে।ভিডিওতে দেখা যায়, গান পরিবেশনের এক পর্যায়ে আবুল সরকার বলে, আল্লাহর সৃষ্টির কোন আগা মাথা নেই। চারবার প্রথম সৃষ্টির কথা বলেছেন।

এক মুখে দুই কথা যে কয়, তার সেই মুখ কি মুখ নাকি হুক?একটি আয়াত পাঠের পর তিনি বাংলায় ব্যাখ্যা দিতে গিয়ে আরও বলেন, আল্লাহর কথার কোন গোহা মাথা পাই না। এক মুখে কয় কথা কয়। এই বক্তব্যকে ধর্ম অবমাননা হিসেবে চিহ্নিত করে মানিকগঞ্জ জুড়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে নিন্দার ঝড় ওঠে। এর পরদিনই বিভিন্ন সংগঠনের ব্যানারে আদালত চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন শুরু হয়।

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আব্দুল্লাহ আল মামুন জানায়, ভিডিও যাচাই বাছাইসহ প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় ডিবি পুলিশ বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে অভিযুক্ত আবুল সরকারকে গ্রেফতার করে। গ্রেফতা‌রের খব‌রের পর তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করাহে‌বে খব‌রে আদালত প্রাঙ্গণে আলেম ওলামা, তাওহীদি জনতা এবং বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা মানববন্ধন করে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

বক্তারা অভিযোগ করেন, আবুল সরকার কোরআনের আয়াত বিকৃতভাবে পরিবেশন করেন, ভুল ব্যাখ্যা দেন এবং নিজেকে পীর সাজিয়ে ভক্তদের ভুল পথে পরিচালিত করে। ঘিওর থানার ওসি কোহিনুর মিয়া জানায়, ঘিওর সদর ইউনিয়নের কুস্তা গ্রামের বাসিন্দা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে ইসলাম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে আবুল সরকারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।                                                        

উল্লেখ্য, জনপ্রিয় বাউল বিচার গানের স্রষ্টা আবুল সরকার দীর্ঘদিন ধরে দেশব্যাপী সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাড় তিল্লি গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আমজাদ হোসেন।

মন্তব্য (০)





  • company_logo