ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর ও তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী আ. জলিল (৩৬) উপজেলার ঘিটুয়ারী গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগে উল্লেখ করেন, প্রতিবেশী আতাউল্লাহ (৫০), হবি মিয়া (৫৫), ওবায়দুল্লাহ (৪৫) ও আশরাফুল (৪০)-এর সঙ্গে তাঁদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি দুপুর আনুমানিক দুইটার দিকে জলিল বাড়ি থেকে বের হয়ে তারাকান্দা থানাধীন ঘিটুয়ারী এলাকার চক্ষু হাসপাতালের সামনের মোড়ে পাকা সড়কে পৌঁছালে অভিযুক্তরা তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে গালিগালাজ করা হয়। তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা নাক, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি ও লাথি মেরে তাঁকে আহত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে অভিযুক্ত আতাউল্লাহ জোরপূর্বক জলিলের লুঙ্গির কোঁচা থেকে ১০ হাজার টাকা নিয়ে যান। ওই টাকা তিনি স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে হাওলাত হিসেবে নিয়েছিলেন।
ঘটনার সময় জলিলের ডাকচিৎকারে স্থানীয় ফারুক ও করিম মিয়াসহ আরও কয়েকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন। তাঁদের উপস্থিতিতে অভিযুক্তরা জলিলকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে আহত জলিল অটোরিকশায় করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানোর পর তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী আ. জলিল বলেন, আমি আমার জমিতে গাছ লাগিয়ে ছিলাম। ওরা সেই গাছ তুলে ফেলেছে। ঘটনার দিন রাস্তায় একা পেয়ে আমাকে মারধর করেছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের একজন হাবিবুল্লাহ মারধরের ঘটনা স্বীকার করে বলেন, জলিলের সঙ্গে আমাদের জমি নিয়ে মামলা চলছে। ঘটনার দিন সে আমাদের রাস্তায় আটকিয়ে উল্টাপাল্টা কথা বলে। একপর্যায়ে আমার আরেক ভাই তাকে চড়থাপ্পড় মারে। এর বেশি কিছু হয়নি।
এ বিষয়ে তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। মারধরের সত্যতা পাওয়া গেছে, তবে গুরুতর আহত হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে।
বগুড়া প্রতিনিধি : নির্বাচনকে সামনে রেখে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি জানিয়ে সক...
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ শরীফ ওসমান ...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা থানার ওস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধে...
ফরিদপুর প্রতিনিধি : গণভোটে স্বতস্ফুর্ত অংশগ্রহন এবং হ্যাঁ ভো...

মন্তব্য (০)