• সমগ্র বাংলা

বগুড়ায় মামলার স্বাক্ষী হওয়ার জেরে বৃদ্ধকে হত্যা, আহত ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বগুড়া প্রতিনিধি : বগুড়ার জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দায়ের হওয়া মামলায় স্বাক্ষী হওয়ার অপরাধে আবু বক্কর সিদ্দিক নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় নারীসহ ৪জন গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, সিদ্দিকের গ্রামের আতাউর রহমানের সঙ্গে একই গ্রামের বুলু প্রামাণিকের ছেলে মন্টু, বাবুল ও মামুনের প্রায় দেড় বছর ধরে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে মামলা দায়ের হলে স্থানীয় বাসিন্দা হিসেবে আবু বক্কর সিদ্দিক হয়েছিলেন সেই মামলার স্বাক্ষী।

সোমবার রাতে পূর্ব বিরোধের ছেড়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হলে ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হন সিদ্দিক।মামলার স্বাক্ষী হওয়ার জেরে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আবু বক্করের মাথা ও ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আবু বক্করকে বাঁচাতে এগিয়ে গেলে আতাউর রহমানসহ তাঁর পরিবারের সদস্য জেমি বেগম, শিফা খাতুন ও বৃষ্টি খাতুন গুরুতর আহত হন।

আহতদের মধ্যে একই গ্রামের আতাউর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও এক কিশোরী ও দুই নারী গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আবু বক্কর সিদ্দিক একই গ্রামের মৃত ছাত্তার প্রামাণিকের ছেলে।

এ প্রসঙ্গে গাবতলী সার্কেল এর সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে তাদের অভিযান চলছে।

এদিকে নির্মম এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও স্থানীয়রা।
 

মন্তব্য (০)





image

তারাকান্দায় জমি বিরোধে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি সংক্র...

image

হাদী হত্যার বিচার দাবিতে মুক্তাগাছায় দীর্ঘ মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ শরীফ ওসমান ...

image

লালমনিরহাটে আওয়ামীলীগ নেতার বাড়িতে দাওয়াত গ্রহন না করেও...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা থানার ওস...

image

ফরিদপুরে গণভোটে “হ্যাঁ” এর পক্ষে জনমত সৃষ্টিতে প্রচারণা

ফরিদপুর প্রতিনিধি : গণভোটে স্বতস্ফুর্ত অংশগ্রহন এবং হ্যাঁ ভো...

image

আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষের অফিসে সাবেক ছাত্রলীগ নেতা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষের প্রধা...

  • company_logo