• সমগ্র বাংলা

ফরিদপুরে বিএনপি নেতার বক্তব্য ভিন্ন খাতে ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্য ভিন্ন খাতে ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। 

 মঙ্গলবার দুপুরে ‌ ফরিদপুর প্রেসক্লাবের হল রুমে ‌ আয়োজিত  এ সংবাদ সম্মেলনে ‌ ‌ বক্তব্য ‌ ‌ রাখেন ‌ ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। 

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গত ১১ জানুয়ারি ২৬ ইং তারিখে ফরিদপুর মেডিকেল কলেজে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যটি সম্পূর্ণভাবে প্রচার করা হয়নি। 

বরং বক্তব্যের কিছু খণ্ডিত অংশ প্রকাশ করা হয়েছে, যার ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

 তিনি  বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার কথা তিনি কখনোই বলেননি। তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।

ফরিদপুর মেডিকেল কলেজে সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেল কলেজে রাজনীতি উন্মুক্ত করার জন্য তিনি কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

 এ সময় তিনি বিষয়টি সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন ‌ বিশিষ্ট চিকিৎসক ও‌ ড্যাবের ‌ ফরিদপুর সভাপতি ‌ ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা ফাত্তাউল ইসলাম ।  বিএনপি  ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ফরিদপুর প্রেসক্লাবের ‌ সদস্যবৃন্দরা এ সময়  উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

লালমনিরহাটে আওয়ামীলীগ নেতার বাড়িতে দাওয়াত গ্রহন না করেও...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা থানার ওস...

image

বগুড়ায় মামলার স্বাক্ষী হওয়ার জেরে বৃদ্ধকে হত্যা, আহত ৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধে...

image

ফরিদপুরে গণভোটে “হ্যাঁ” এর পক্ষে জনমত সৃষ্টিতে প্রচারণা

ফরিদপুর প্রতিনিধি : গণভোটে স্বতস্ফুর্ত অংশগ্রহন এবং হ্যাঁ ভো...

image

আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষের অফিসে সাবেক ছাত্রলীগ নেতা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষের প্রধা...

image

বগুড়ায় নকল সিগারেট কারখানায় সেনাবাহিনীর অভিযান: ১০ কোটি ট...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে সরকারি রাজস্ব কর্মকর্তাদের যোগসাজসে পর...

  • company_logo