• সমগ্র বাংলা

বগুড়ায় নকল সিগারেট কারখানায় সেনাবাহিনীর অভিযান: ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে সরকারি রাজস্ব কর্মকর্তাদের যোগসাজসে পরিচালিত একটি অবৈধ সিগারেট কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সোমবার দিবাগত রাত দুইটা থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল নয়টা পর্যন্ত চলা অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়ার পাশাপাশি ৫ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর এলাকায় শাহিনুর রহমান নামের এক ব্যক্তির মালিকানাধীন এই নামহীন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নকল সিগারেট ও ব্যান্ডরোল তৈরির মহোৎসব চলছিল। বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, অনুমোদনহীন ১৪টি ব্র্যান্ডের মোড়কে কাঠের গুঁড়া মিশ্রিত তামাক ব্যবহার করে তৈরি করা হচ্ছিল বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট। কারখানাটি থেকে ১৫ লাখ টাকার নকল ব্যান্ডরোল, ১০ লাখ টাকার ভুয়া মোড়ক, ১০ মণ ভেজাল তামাক এবং সিগারেট তৈরির প্রায় ১০ কোটি টাকার যন্ত্রপাতি জব্দ করা হয়।

অভিযানে কারখানাটির রেজিস্ট্রার ও স্টক খাতা পর্যালোচনায় দেখা গেছে, সেখানে বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোর্শেদা আলমের স্বাক্ষর রয়েছে। স্থানীয় ব্যক্তিবর্গ ও শ্রমিকদের দাবি, সরকারি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি ও সায় থাকার কারণেই কেউ এই অবৈধ কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেনি। তবে এই অবৈধ প্রতিষ্ঠানকে কীভাবে বৈধতা দেওয়া হলো, সে বিষয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার সেনের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

অভিযান চলাকালে কারখানার মালিক শাহিনুর রহমান পালিয়ে গেলেও পাঁচজন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান শ্রমিকদের ২ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

এ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি ও জনস্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দকৃত মালামাল আগামী বৃহস্পতিবার ধ্বংস ও বাজেয়াপ্ত করা করা হবে। 

মন্তব্য (০)





image

হাদী হত্যার বিচার দাবিতে মুক্তাগাছায় দীর্ঘ মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ শরীফ ওসমান ...

image

লালমনিরহাটে আওয়ামীলীগ নেতার বাড়িতে দাওয়াত গ্রহন না করেও...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা থানার ওস...

image

বগুড়ায় মামলার স্বাক্ষী হওয়ার জেরে বৃদ্ধকে হত্যা, আহত ৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধে...

image

ফরিদপুরে গণভোটে “হ্যাঁ” এর পক্ষে জনমত সৃষ্টিতে প্রচারণা

ফরিদপুর প্রতিনিধি : গণভোটে স্বতস্ফুর্ত অংশগ্রহন এবং হ্যাঁ ভো...

image

আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষের অফিসে সাবেক ছাত্রলীগ নেতা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষের প্রধা...

  • company_logo