ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাংগুনিয়ায় বসতঘরে আগুনে কেড়ে নিল দাদী নাতীর প্রাণ। জানা যায় ২৪ ডিসেম্বর সকাল ৮ ঘটিকায় ,বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে ৮টি বসত বাড়ী ভস্মিভুত হয়েছে।
এ সময় ঘরে থাকা দাদী রুবি আকতার (৫৫) ও নাতিন জান্নাত আরা (৫) প্রান কেড়ে নিল আগুনের লেলিখান। রাংগুনিয়া পোমরা ইউনিয়নের সৌদিয়া গেট এর কাদেরীয়া পাড়ায় এ ঘটনা ঘটে। রুবি কাদেরীয়া পাড়ার রুহুল আমিনের স্ত্রী।
রাংগুনিয়া ফায়ার সার্ভিস সহকারী কর্মকর্তা জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বৈদ্যুতিক শটর্ সাকিটে উৎপত্তি আগুন মুহুর্তে ছড়িয়ে পড়লে বৈদ্যুতিক ভয়ে কেউ এগিয়ে আসলে ও ভয়ে দাদী নাতিনকে উদ্ধার করতে সাহস পাননি বলে প্রত্যক্ষদর্শীরা জানান\
এদিকে রাংগুনিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মন্নান জানান, আগুনে ৮টি বসত ঘর ভস্মিভুত হয়।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়ো...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দি...
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপ...
পাবনা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ...

মন্তব্য (০)