• সমগ্র বাংলা

পাবনা-৩ এ বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রদত্ত মনোনয়ন ফরম অনুযায়ী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে তাকে পাবনা-৩ আসনের দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। ফর্মে উল্লেখ রয়েছে, দলটির নিবন্ধন নম্বর ০০৯ এর আওতায় জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়নপত্রে প্রার্থীর নাম হিসেবে মো. হাসান জাফির তুহিন উল্লেখ করা হয় এবং নির্বাচনী এলাকা হিসেবে ৭০ পাবনা-৩ নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট ফর্মে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর ও সিল সংযুক্ত রয়েছে।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার কারণে তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পর এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করবো। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করাই আমার প্রধান অঙ্গীকার।”

মন্তব্য (০)





image

টাঙ্গাইল-২ আসনে শাকিল উজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়ো...

image

আগুনে কেলে নিল দাদী নাতির প্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাংগুনিয়ায় বসতঘরে আগু...

image

গৌরীপুরে চেক উদ্ধার মামলার পরই পাল্টা ডিজঅনার মামলা দায়ের

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

image

ময়মনসিংহে দিপু হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সাং...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দি...

image

মাদারীপুর-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন ফরম উত...

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপ...

  • company_logo