ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার(২৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে গোসিংগা ইউনিয়নের লতিফ পুর গ্রামে কেবিএম ইটাখোলায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) ও সিআইডির ক্রাইমসিন ইউনিট। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে।
নিহত ফরিদ সরকার (৪১) উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়নপুর গ্রামের জামাল সরকারের ছেলে। তিনি গোসিংগা ইউনিয়ন জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের পিতা জামাল সরকার জানান, মঙ্গলবার রাতে আমার ছেলে ভাত খাচ্ছিলো। এসময় একটা ফোন কল আসে।পরে সে মটর সাইকেল নিয়ে চলে যায়। আজ ভোর রাতে সবুজ মেম্বার ফোন করে বলে ফরিদ এক্সিডেন্ট করেছে। তখন আমরা কেবিএম ইটখোলা থেকে তার রক্তাক্ত দেহ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এসময় তার ডান হাতের কব্জি কাটা ছিলো। মাথা ফেটে রক্ত ঝড়ছিল। অবস্থা খারাপ দেখে হাসপাতালের ডাক্তাররা তাকে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে আমরা তাকে শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা ফরিদা ইয়াসমিন জানান, আমার ছেলে ইট খোলায় মাটি ও বালি দিতো। রাতে তাকে ফোন করে কে বা কারা ডেকে নিয়ে যায়। প্রতিবেশীদের সাথে জমি নিয়ে বিরোধ ছিলো। তারাই তাকে মেরে ফেলেছে। কি দোষ ছিল তার। আমার নাতিটাকে এতিম করে দিলো। ওরা কেনো আমার ছেলেকে মেরে ফেলল?আমি এর কঠিন বিচার চাই।
নিহত ফরিদের ফুপাতো ভাই মাসুদ রানা জানান, ফরিদ ১৫/১৬ বছর জর্দানে ছিলো। ৫ আগস্টের পরে দেশে ফিরে আসে।সে জাসাসের রাজনীতির সাথে জড়িত ছিল। মাটি ও বালির ব্যবসা করতো।জমি সংক্রান্ত বিরোধ ছাড়া তার কোন শত্রু ছিলো না।শুনেছি মৃত্যুর পূর্বে অনেকের নাম বলে গেছে।
প্রত্যক্ষ্যদর্শী ইটা খোলার শ্রমিক জাকির ও মিনারুল জানায়,রাত তিনটার দিকে ফরিদ ও আরেকটা লোক এখানে এসে আগুন পোহাতে থাকে। এসময় হঠাৎ করে ৫/৭ জন লোক রামদাসহ দেশিয় অস্ত্র নিয়ে প্রবেশ করে তাদের ভয়ভীতি দেখালে তারা ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে।এসময় ডাকচিৎকার শুনলেও তারা ভয়ে বের হয়নি।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম জানান, আপাতত হত্যাকাণ্ডের বিষয়টি দুর্বৃত্তের হাতে খুন বলতে হবে। পুলিশের কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে। আপাতত তদন্তের জন্য বলা যাচ্ছে না। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু ক্লু পেয়েছি তদন্তের সার্থে এখন প্রকাশ করা যাবে না। নিহতের মরদেহ শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের জনগুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক মহা...
দিনাজপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউন...
গাইবান্ধা প্রতিনিধিঃ পৌষের শুরুতেই উত্তরের চরাঞ্চল বেষ্টিত জ...
জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩...

মন্তব্য (০)