ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ পৌষের শুরুতেই উত্তরের চরাঞ্চল বেষ্টিত জেলা গাইবান্ধায় জেঁকে বসেছে শীত।উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশা কারণে গত দুই দিন থেকে দুপুর পর্যন্ত সূর্য দেখা মিলছে না।দুপুরের পর সূর্য কিছুটা উঁকি ঝুঁকি দিলেও বিকেলের পর থেকে আবার বৃষ্টির মতো পড়তে থাকে কুয়াশা এতে করে শীতের দাপট অনেকটায় বেড়ে যায়। ফলে শীতের দূর্ভােগে পড়েছে এ এলাকার মানুষ।এতে করে শিশু ও বয়স্কদের মাঝে দেখা দিয়েছে নানা ঠান্ডা জনিত রোগ ব্যাধি। এছাড়া বেশি বিপাকে পড়েছে মাঠে-ঘাটে কাজ করা কৃষক-শ্রমিকরা। শীত উপেক্ষা করে তাদের কাজ করতে হচ্ছে । ফলে নিম্ন আয়ের এসব মানুষেরা সর্দি জ্বরসহ নানা রোগে আক্রাত্ম হচ্ছে। এদিকে শীতের কবলে পড়েছে গবাদী পশুর মাঝেও দেখা দিয়েছে নানা রোগবালাই।
খোলাহাটী ইউনিয়নের কৃষক আব্দুস সালাম বলেন,গত তিন দিন থেকে খুব কষ্ট করে ধানের কাজ করতে হচ্ছে। শীতের পোশাক গায়ে পড়ার পর ও ঠান্ডা লাগে আরো তো দিন পড়ে আছে।কেউ এখন পর্যন্ত একটা কলম্ব ও দিলো না। আমাদের কষ্ট কেউ বোঝে না।
পৌর শহরের রিকশা চালক সবুজ মিয়া বলেন,ঠান্ডা খুব কিন্তু একদিন রিকশা না চালাইলে চুলায় আগুন জ্বলবে না।যতই শীত হোক তবু রিকশা নিয়ে বাহির হতে হবে।তবে অন্যান্ন দিনের মতো ভাড়া খুব কম।
এদিকে আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী আজ সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রী সেলসিয়াস।যা গত ২৪ ঘন্টায় ২ ডিগ্রি নিচে নেমে এসেছে। সেই সঙ্গে চলতি মাসে শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা আরো অনেকটা কমবে।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের জনগুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক মহা...
দিনাজপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রী...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউন...
জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩...

মন্তব্য (০)