• সমগ্র বাংলা

ওসমান হাদির মৃত্যুতে ফেনীতে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ফেনী শহরের ট্রাংক রোডে বিক্ষোভ করে তারা। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

এ সময় ছাত্র-জনতা "আমি কে তুমি কে হাদি হাদি, আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে-এমন নানা স্লোগান দেন।

এছাড়া ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





  • company_logo