• সমগ্র বাংলা

লালমনিরহাট সীমান্তের আকাশে হঠাৎ আলোর রশ্মি

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের সীমান্তের বেশ কয়েকটি এলাকায় হঠাৎ বিকট শব্দ ও আকাশে আলোর রশ্মি দেখা গেছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে সীমান্তের কয়েকটি গ্রামে পরপর বিকট শব্দ শোনা যায় এবং একই সঙ্গে আকাশে উজ্জ্বল আলোর ঝলক দেখা যায়। এ সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন। কেউ কেউ বিষয়টি বিস্ফোরণের আশঙ্কা বলে মনে করছেন।
বিজিবি ৫১ ব্যাটালিয়ন সুত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৭.৩০ মিনিটে ভারতের অভ্যন্তরে হলদিবাড়ি নামক স্থানে শূন্য লাইন হতে আনুমানিক ১০ কিঃ মিঃ ভারতের অভ্যন্তরে হঠাৎ শব্দ এবং আকাশ আলোকিত হয়।
৫১ ব্যাটালিয়ন কমান্ডার (সিও) লে. কর্নেল সেলিম আল দীন বলেন, “আমরা জানতে পারি যে, এটি জেমিনিড উল্কাবৃষ্টি, যা উজ্জ্বলতম বার্ষিক উল্কাবৃষ্টিগুলির মধ্যে একটি। এবং এই ঘটনাটি ভারত এবং আশেপাশের অঞ্চলে দৃশ্যমান অসংখ্য উজ্জ্বল উল্কা/আগুনের গোলা এবং শব্দ তৈরি করেছে।”এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মন্তব্য (০)





  • company_logo