ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বাবুপাড়াএলাকার ঐতিহ্যবাহী এম টি হোসেন ইনস্টিটিউট মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়েছে। মাঠটির বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা এবং অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে এই এলাকার তিন শতাধিক শিশুর খেলাধুলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ এক দশক থেকে এ অবস্থায় মাঠটি পড়ে রয়েছে। স্থানীয় শিশুদের আবেদনের প্রেক্ষিতে জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মাঠটিতে মাটি ভরাট করে খেলার উপযোগী করা হয়। মাঠটি খেলার উপযোগী হওয়ায় এলাকার শিশু ও অভিভাবকরা আনন্দিত।
দেখা যায়, দিনে দিনে ধ্বংসের মুখে পড়েছে লালমনিরহাটের পৌরসভা এলাকার ঐতিহ্যবাহী বাবুপাড়া এমটি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠটি। মাঠটির মাটি খুঁড়ে গর্ত করা আর নির্মাণ কাজের জন্য মাঠের মধ্য দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে খানাখন্দে ভরে গেছে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলছে এ অবস্থা। ফলে স্থানীয় শিশু ও তরুণেরা খেলাধুলা করতে পারছেনা। ফলে স্থানীয় তরুণদের মধ্যে মাদকাসক্ত সহ বখাটেপনা প্রভাব বেড়ে চলছে।দীর্ঘ সময় এ অবস্থা চললেও প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠটি ব্যবহার উপযোগী করে কোনরকম খেলাধুলার ব্যবস্থা করেননি। এর ফলে খেলাধুলাসহ বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বঞ্চিত ওই এলাকার শিশু ও তরুণেরা।
তাই শিশুদের সুস্বাস্থ্যের অধিকারী করার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উপর গুরুত্ব বাড়াতে লালমনিহাট জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করে দেয়।
মঙ্গলবার সকালে মাঠটির সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মাঠটির ভরাট কাজে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২ সহস্রাধিক নেতাকর্মী সহ স্থানীয়রা।এ সময় বিএনপি নেতা জানান,দীর্ঘ সময় ধরে এ খেলার মাঠটি ব্যবহার অযোগ্য হিসেবে পড়ে রয়েছে। এখানকার শিশু তরুণেরা খেলার কোন উপযোগী স্থান না পেয়ে বিপথগামী হচ্ছে। যেহেতু আমরা সরকারে নেই তাই নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খেলার মাঠটি মাটি দিয়ে খানা খন্দক ভরাট করে সমতল করে খেলার উপযোগী করে দেয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এখানকার যে পুরনো সিনেমা হল রয়েছে সেটি সহ মাঠটি সংস্কার করে দেওয়া হবে। মাটি ভরাট উদ্বোধনকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দীর্ঘ সময় পর পরিত্যক্ত থাকার পর এমটি হোসেন ইনস্টিটিউট মাঠটি খেলার উপযোগী হওয়ায় খুশি স্থানীয় অভিভাবক ও খেলোয়াড়রা।
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় নিয়োগবিধির দাবিতে...
বেনাপোল প্রতিনিধি : নিয়োগবিধি ২০২৪ বাস্তবায়নের দাবি, বেতন বৈ...
বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগ...
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা–ভাঙ্গা...
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখা...

মন্তব্য (০)